2025-02-25
Ramnagar, Agartala,Tripura
দেশ

গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্যকে পরাজিত করতে সফল হয়েছেন : প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- সরকারের প্রচেষ্টাতেই গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, “সরকার প্রতিটি পদক্ষেপে এই ২৫ কোটি মানুষের পাশে দাঁড়িয়েছে এবং এই বন্ধুরা সরকারি প্রকল্পের সুবিধা নিয়েছে এবং এই ২৫ কোটি মানুষ দারিদ্র্যকে পরাজিত করতে সফল হয়েছেন।” শনিবার দুপুরে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে “বিকশিত ভারত, বিকশিত গুজরাট” কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রী আবাস যোজনা এবং অন্যান্য আবাসন প্রকল্পের অধীনে নির্মিত গুজরাট জুড়ে ১.৩ লক্ষেরও বেশি বাড়ির ভুমিপুজো ও উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুজরাটের সমস্ত জেলা জুড়ে ১৮০টিরও বেশি স্থানে আয়োজিত হয়েছে এই অনুষ্ঠান, মূল অনুষ্ঠানটি বন্সকান্ঠায় অনুষ্ঠিত হয়েছে। অনেক সুবিধাভোগীদের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী মোদী।

 

প্রধানমন্ত্রীর কথায়,

“আমরা নভেম্বর, ডিসেম্বর এবং জানুয়ারি মাসে সমগ্র দেশে বিকশিত ভারত সংকল্প যাত্রার সফল আয়োজন দেখেছি। প্রতিটি গ্রামে পৌঁছেছে মোদীর গ্যারান্টি বাহন। স্বাধীনতার পর প্রথমবারের মতো দেশজুড়ে বহু গ্রামে পৌঁছেছে ভারত সরকার।” প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, “যে কোনও দরিদ্রের জন্য তাঁর নিজের ঘরই তাঁর উজ্জ্বল ভবিষ্যতের গ্যারান্টি। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে পরিবার বাড়ছে, তাই নতুন ঘরের প্রয়োজনও বাড়ছে। প্রত্যেকের একটি স্থায়ী ছাদ এবং নিজস্ব ঘর থাকা উচিত, এটাই আমাদের সরকারের প্রচেষ্টা।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service