2025-02-24
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

গণ্ডাছড়া ঘটনার পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে, আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি কেন? : আমরা বাঙালী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গণ্ডাছড়ার ঘটনা নিয়ে আগরতলায় মিছিল- সভা করার অনুমতি পায়নি আমরা বাঙালী। অভিযোগ পুলিশের তরফে আইন-শৃঙ্খলার অজুহাত দেখিয়ে তাদের ২৫ জুলাইয়ের কর্মসূচীর অনুমতি দেওয়া হয়নি। বুধবার আগরতলা মঠ চৌমুহনী দলের রাজ্য দপ্তরে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করলেন আমরা বাঙালীর রাজ্য কমিটির সচিব গৌরাঙ্গ রুদ্রপাল।

তিনি সম্প্রতি গণ্ডাছড়ার ঘটনা নিয়ে অভিযোগ করেন সবকিছু মিলে এর পেছনে একটা গভীর রাজনৈতিক চক্রান্ত কাজ করছে। এদিন তিনি প্রশ্ন তুলেন কেন দোষীদের গ্রেপ্তার কিংবা বিরোধী দলকে গণ্ডাছড়ায় ঢুকতে দেওয়া হচ্ছে না ? ভেতরের রহস্য বেরিয়ে আসবে এই ভয়েই কি ক্ষতিগ্রস্তদের সঙ্গে সাংবাদিকদেরও কথা বলতে দেওয়া হচ্ছে না। গণ্ডাছড়ায় এতো বড় ঘটনার পরে আজ পর্যন্ত মুখ্যমন্ত্রী সেখানে যাননি।

এমনকি পূর্ব ত্রিপুরার সাংসদ গণ্ডাছড়ায় যাননি এখনও। তাঁর প্রশ্ন তাহলে এই সাংসদ থেকে লাভ কি? তাঁর অভিযোগ গণ্ডাছড়ায় বাড়ি- ঘর, দোকান পাটে হামলার ঘটনায় এখনও পর্যন্ত একজন লোককে গ্রেপ্তার করা হয়নি। এটা কি ইঙ্গিত করে? সচিব এদিন জানান গণ্ডাছড়ার ঘটনায় বিভিন্ন দাবিতে রাজ্যপালের সঙ্গে ২৫ জুলাই দেখা করার জন্য চিঠি দিয়েছেন।

সাংবাদিক সম্মেলন করার সময় পর্যন্ত অনুমতি পাওয়ার কোন খবর আসেনি। তবে তারা অপেক্ষায় আছেন। এদিকে এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দুলাল ঘোষ, সীমন্তী দেব,বিপ্লব দাসসহ অন্যান্যরা।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service