2025-04-27
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজ্য

গড়িয়া উৎসবের মাধ্যমে জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন তৈরি হয়: মুখ্যমন্ত্রী

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- গড়িয়া উৎসব রাজ্যের জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম চিরাচরিত উৎসব। এই উৎসবের মাধ্যমে রাজ্যে জাতি জনজাতির মধ্যে মেলবন্ধন তৈরি হয়। আজ স্বামী বিবেকানন্দ ময়দানে দু’দিনব্যাপী গড়িয়া ও বর্ষবরণ উৎসবের উদ্বোধন করে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা একথা বলেন।

উল্লেখ্য, তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং জনজাতি কল্যাণ দপ্তর, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদ, আগরতলা পুরনিগম ও পানতীয় স্পোর্টিং সোসাইটির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উদ্বোধকের ভাষণে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে জাতি জনজাতিদের মধ্যে রীতিনীতি, আচার আচরণের পার্থক্য থাকলেও উভয় সম্প্রদায়ের মধ্যে সব সময় এক ঐক্য বিরাজ করছে।

এই ঐক্যকে পাথেয় করেই রাজ্যকে উন্নয়নের দিশায় এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের হারিয়ে যাওয়া সংস্কৃতিকে পুনরুদ্ধারের লক্ষ্যে তথ্য ও সংস্কৃতি দপ্তর বছরব্যাপী কাজ করে যাচ্ছে। পাশাপাশি তথ্য ও সংস্কৃতি দপ্তরের মাধ্যমে যাত্রা শিল্প, নাটক, পুতুল নাচ ইত্যাদি পুনরুজ্জীবিত করারও উদ্যোগ নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী গড়িয়া পূজা উপলক্ষ্যে রাজ্যের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেন।

অনুষ্ঠানে জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেন, গড়িয়া, জনজাতি সম্প্রদায়ের একটি অন্যতম প্রধান উৎসব। গড়িয়া সমৃদ্ধি ও শক্তির উৎসব। অনুষ্ঠানে সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন, বর্তমান রাজ্য সরকার গড়িয়া উৎসবকে যথেষ্ট মর্যাদার সঙ্গে পালনের উদ্যোগ নিয়েছে। রাজ্যের সাংস্কৃতিক বিকাশের ক্ষেত্রে গড়িয়া উৎসব অন্যতম ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে আগরতলা পুরনিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার বলেন, গড়িয়া উৎসব শুধু এখন জনজাতি অংশের মানুষের মধ্যে সীমাবদ্ধ নয়, এটি এখন সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অনুষ্ঠানে এছাড়াও বক্তব্য রাখেন রাজ্যভিত্তিক সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, পশ্চিম ত্রিপুরা জিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল।

অনুষ্ঠানে এছাড়া উপস্থিত ছিলেন তথ্য ও সংস্কৃতি দপ্তরের বিশেষ সচিব দেবপ্রিয় বর্ধন এবং পশ্চিম ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলাশাসক ও সমাহর্তা মেঘা জৈন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ বিভিন্ন দপ্তরের প্রদর্শনী স্টলগুলি পরিদর্শন করেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service