2024-12-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

কর্মচারীদের ক্রীড়া সূচি ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-ত্রিপুরা ইন্টার অফিস স্পোর্টস এন্ড কালচারাল এসোসিয়েশন প্রতিবছরই কর্মচারীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করে থাকে। এবারও যেন তার ব্যতিক্রম নয়। টানা তিন মাস ব্যাপী নানা ক্রীড়া ও বিনোদন কর্মসূচি এবছর সংঘটিত করার সিদ্ধান্ত নেয় সংস্থার কর্মকর্তারা। আগামী ৪ আগস্ট সচিবালয়ের রিক্রেশন ক্লাবে ক্যারাম দিয়ে শুরু হবে ক্রীড়া মূলক প্রতিযোগিতা। প্রতিযোগিতা হবে আর্ম রেসলিং, অকশন ব্রিজ, চাইনা ব্রিজ, ব্যাডমিন্টন, সুইমিং, টেবিল টেনিস, ভলিবল, কাবাডি, দাবা, ফুটবল, ক্রিকেট সহ আরো বেশ কয়েকটি ইভেন্ট। মঙ্গলবার আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান রাজ্য আন্ত অফিস ক্রীড়া ও বিনোদন সংস্থার সচিব রাজীব চ্যাটার্জী। তিনি আরো জানান আগামী তিন নভেম্বর আগরতলা রবীন্দ্র শতবার্ষিকীভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হবে এবছরের ক্রীড়া ও বিনোদনমূলক কর্মসূচি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service