2025-04-21
Ramnagar, Agartala,Tripura
খেলা

খেলার চুক্তিপত্র শেষ করে নিজ রাজ্যে ফিরলেন ঋদ্ধিমান

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-দুই দিনের রাজ্য সফর শেষ করে নিজ রাজ্যে ফিরে গেলেন আগামী রঞ্জি আসরে রাজ্যের হয়ে মাঠে নামতে যাওয়া, জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ঋদ্ধিমান সাহা। মূলত ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সাথে লিখিত চুক্তি করতেই ঋদ্ধিমান রাজ্যে আসেন। কলকাতা ফিরে যাবার আগে সফরের শেষ দিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে পূজা দিলেন তিনি। একই সাথে আগরতলা এমবিবি ক্লাব হাউসে রাজ্যের সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের সাথে একমত বিনিময় সভায় অংশ নেয় ঋদ্ধিমান। ইতিমধ্যেই ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সাথে ৩০ লক্ষ টাকার চুক্তির বিনিময়ে মৌ স্বাক্ষর করেন ঋদ্ধিমান। আর এই মৌ স্বাক্ষর করতেই গতকাল শুক্রবার দুই দিনের সফরে রাজ্যে আসেন তিনি। প্রথম দিন রাজ্য ক্রিকেট সংস্থার কর্মকর্তাদের সাথে আলোচনাক্রমে আগামী রঞ্জি আসরে ত্রিপুরার হয়ে মাঠে নামার লিখিত চুক্তিবদ্ধ করেন ঋদ্ধিমান। এদিন রাতে ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথেও সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন জাতীয় দলের প্রাক্তন এই ক্রিকেটার। শনিবার সফরের শেষ দিন ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে গিয়ে পুজো দিলেন। পরে আগরতলায় ফিরে এসে এমবিবি ক্লাব হাউসে রাজ্যের সিনিয়র জুনিয়র ক্রিকেটারদের সাথে একমত বিনিময় সভায় অংশ নেন রাজ্যের রঞ্জি দলের এই ক্রিকেটার। মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি তপন লোধ, যুগ্ম সচিব কিশোর কুমার দাস সহ অন্যান্য কর্মকর্তা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service