2024-12-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

টি সি এর বিরুদ্ধে তোপ ফ্রেন্ডস ইউনিয়নের

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-রাজ্য ক্রিকেটের অভিভাবক সংস্থা তথা কোটিপতি সংগঠন হলো ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। গত কয়েক বছর ধরে ক্রিকেট এসোসিয়েশনের কর্মকর্তাদের কাজকর্ম নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। সরাসরি টিসি এর কাজকর্ম নিয়ে সোচ্চার হল ক্রিকেট সংস্থা অনুমোদিত ক্রীড়া সংগঠন ফ্রেন্ডস ইউনিয়ন। আগরতলা প্রেস ক্লাবে সোমবার এক সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে টিসি এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন ইউনিয়নের কর্মকর্তারা। তাদের অভিযোগ টি সি এ তে এখন একনায়কতন্ত্র প্রথা চালু হয়েছে। এতে ক্রিকেটের চূড়ান্ত ক্ষতি হচ্ছে। ক্লাবগুলি আর্থিক সংকটে ভুগছে। আর এসব কিছুই হচ্ছে যোগ্য লোকের অভাবে। তাদের আরো অভিযোগ, গ্রামীণ ক্রিকেটের উন্নতির লক্ষ্যে স্পটার নিয়োগে যথেষ্ট দুর্নীতি হয়েছে। শুধু তাই নয়, এই স্পটার নিয়োগের মধ্য দিয়ে টাকার অপব্যবহার হচ্ছে। ক্রিকেটের কোন উন্নতি হচ্ছে না এতে। একটা উদ্দেশ্য নিয়েই স্পটার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাংবাদিক সম্মেলনে ফ্রেন্ডস ইউনিয়ন ক্লাবের সভাপতি এদিন আরো অভিযোগ করে বলেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে এখন চরম অরাজকতা চলছে। আদালতের নির্দেশ পর্যন্ত মানছে না তারা। এরকম একগুচ্ছ অভিযোগ এনে ইউনিয়নের সভাপতি দাবি করেন অবিলম্বে দ্রুত ক্লাব ক্রিকেট চালু করার এবং ক্লাব গুলির বকেয়া অনুদান মিটিয়ে দেবার।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service