2024-12-23
Ramnagar, Agartala,Tripura
খেলা

ফের শুরু হতে চলেছে দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব আয়োজিত ৫ এ সাইড নক আউট প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি:-আগরতলা শহরতলী বাধারঘাট স্থিত দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাব বিগত বেশ কয়েক বছর ধরেই আয়োজন করে আসছে প্রাইজমানি ফুটবল টুর্নামেন্ট। কিন্তু করোণার কারণে গত দুই বছর এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হয়নি উদ্যোক্তাদের। বর্তমানে রাজ্যে করোণা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় নতুন করে ফাইভ এ সাইড নক আউট টুর্নামেন্ট শুরু করতে চলেছে ক্লাব কর্মকর্তারা। দশরথ দেব স্টেডিয়াম কমপ্লেক্সে আগামী ৯ জুলাই থেকে শুরু হবে দুই দিনের এই নকআউট প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট। এবারের এই টুর্নামেন্টে মোট ৩২ টি দল অংশগ্রহণ করবে। টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলগুলিকে ১০০০ টাকা এন্ট্রি ফি সহকারে নাম নথিভুক্ত করতে হবে। আসরে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সহ দেওয়া হবে যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা। এছাড়াও টুর্নামেন্টের সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচে ম্যান অফ দ্যা ম্যাচ ও সেরা ফুটবলারের পুরস্কার রয়েছে। রবিবার আগরতলা প্রেসক্লাবে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একথা জানান টুর্নামেন্টের আয়োজক সংস্থা দশরথ দেব গুড মর্নিং ফুটবল ক্লাবের সম্পাদক শান্তিপদ দে। ক্লাবের অন্যান্য কর্মকর্তাদের পাশে রেখে তিনি এদিন আরো জানান প্রাইজমানি নকআউট এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করবেন প্রাক্তন ফুটবলার রঞ্জিত দাস। উদ্বোধনী অনুষ্ঠানে ত্রিপুরা ফুটবল এসোসিয়েশনের সচিব অমিত চৌধুরী সহ উপস্থিত থাকবেন আরও বিশিষ্ট জনেরা। ৯ জুলাই সকালে মহিলাদের প্রদর্শনী ফুটবল ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service