2024-12-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

যান দুর্ঘটনায় মারা গেলেন ক্রিকেট অস্ট্রেলিয়া কিংবদন্তি অলরাউন্ডার অ্যান্ড্রু সাইমন্ডস

জনতার কলম প্রতিনিধিঃ- কয়েক মাস আগেই আমাদের ছেড়ে চলে গিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি বোলার শেন ওয়ার্ন। সেই দুঃখের রেশ কাটতে না কাটতেই ক্রীড়াজগতে ফের নক্ষত্রপতন। এ বার আকস্মিক প্রয়াণ অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার অ্যান্ড্রু সাইমন্ডসের। জানা গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুকালে বয়স হয়েছিল ৪৬ বছর। সূত্রের খবরে জানা গিয়েছে, শনিবার রাতে কুইন্সল্যান্ড প্রদেশে টাউন্সভিলের কাছে গাড়ি দুর্ঘটনার কবলে পড়েন অ্যান্ড্রু। দুর্ঘটনার সময় অ্যান্ড্রু নিজেই গাড়ি চালাচ্ছিলেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় সে দেশের জরুরি পরিষেবা বিভাগ। কোনও রকমে গাড়ি থেকে অ্যান্ড্রুকে বার করে আনা হয়। কিন্তু আঘাত এত গুরুতর ছিল যে তাঁকে বাঁচানো যায়নি। অলরাউন্ডার অ্যান্ড্রু উনার জীবনকালে অস্ট্রেলিয়ার হয়ে ১৯৯৮ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ২৬টি টেস্ট ম্যাচ এবং আন্তর্জাতিক ক্রিকেটে ১৯৮টি একদিনের ম্য়াচ খেলেছেন। নিজের দেশের হয়ে টি-২০ ম্যাচ খেলেছেন ১৪টি। ব্যাট এবং বল হাতে যেমন নিজের দক্ষতা প্রমাণ করেছেন, তেমনই ফিল্ডিংয়েও তাঁর জুড়ি ছিল না। একদিনের বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে ট্রফি ঘরে তোলার অংশীদার ছিলেন অ্যান্ড্রু। ইংল্যান্ডের বিরুদ্ধে অ্যাশেজ জয়েও দেশের হয়ে মাঠে ছিলেন তিনি। সাইমন্ডসের প্রয়াণে শোকের ছায়া ক্রিকেট দুনিয়ায়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service