2024-11-08
agartala,tripura
খেলা

রাজ্যের বহু পুরনো খেলার মাঠ উমাকান্ত ময়দানকে বিশ্বমানের মাঠে পরিণত করার পরিকল্পনা হাতে নিল রাজ্য সরকার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধিঃ- রাজ্যের ফুটবল খেলাকে উন্নততর করার লক্ষে রাজ্য সরকার কাজ করে চলছেন, এবং খেলার পাশাপাশি খেলার মাঠেরও যত্ন নেওয়া প্রয়োজন। তার মধ্যে অন্যতম একটি হল রাজধানীর উমাকান্ত ময়দান, বলা চলে বহু ফুটবলার উমাকান্ত মাঠে খেলে ভাল খেলোয়ার হয়েছেন, তাই রাজ্য সরকার এই বহু পুরানো মাঠকে বিশ্বমানের করার জন্য উদ্যোগ নিয়েছেন। শনিবার এর শিল্যন্যাস করেন রাজ্যের ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র দীপক মজুমদার ক্রীড়া সচিব অমিত রক্ষিত সহ অন্যান্যরা। ফলক উন্মোচন করেন রাজ্যের যুব ও ক্রীড়া বিষয়ক দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। এদিন তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান ৫ কোটি টাকা ব্যয় করে এই উমাকান্ত মাঠকে বিশ্বমানের করার জন্য রাজ্য সরকার অনুদান দিয়েছেন এবং তার পাশাপাশি আরো রাজ্যের তিনটি জায়গায় বিশ্বমানের মাঠ করা হবে তার জন্য রাজ্য সরকার ২০ কোটি টাকা অনুদান দিয়েছেন বলে। রাজ্যের খেলাধুলাকে শ্রেষ্ঠত্বের আসনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাজ্য সরকারের এই উদ্যোগ খুশি ক্রীড়াপ্রেমীরা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service