জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নির্বাসন কাটিয়ে পারফরমেন্সে ফিরে এসেছে জিমন্যাস্ট দীপা কর্মকার। একুশ মাস পর প্র্যাকটিসে নেমেছে এশিয়ান্স গেমস এর জন্য।সঙ্গে রয়েছে প্রতিষ্ঠা সামন্ত। দুই দুইটি বড় সার্জারি এবং 21 মাসের মানসিক চাপ কাটিয়ে ওঠে এশিয়ান গেমসের জন্য সিলেকশন হয়েছে জিমনাস্ট দীপা কর্মকার ও প্রতিষ্ঠা সামন্ত। তাদের কোচ হিসেবে প্র্যাকটিস করাচ্ছেন দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী। রাজধানীর এনএসআরসিসিতে দুই বেলায় প্রায় সাড়ে 5 ঘণ্টার উপর প্র্যাকটিস করছে এই দুই এশিয়ান গেমসে অংশগ্রহণকারী প্রতিযোগী। কোচ বিশেশ্বর নন্দী জানান বিশেষ করে দীপার কাছ থেকে যতটা না আশা করেছিলাম তার সেরাটা দিয়েছে দীপা। নতুন করে সঙ্গে পেয়েছি প্রতিষ্ঠা সামন্তকে, প্রতিষ্ঠা যদিও কলকাতার মেয়ে তবে বর্তমানে রাজ্যের। এশিয়ান গেমস এর ফলাফল প্রসঙ্গে কোচ বিশ্বেশ্বর নন্দী বলেন, আমি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি , আশা করছি এশিয়ান্স গেমসের ফাইনালে পৌঁছতে পারলে দীপা এবং প্রতিষ্ঠা রাজ্য তথা দেশের নাম উজ্জ্বল করবেই। এদিকে সাংবাদিকদের প্রশ্ন উত্তরে দীপা তার নির্বাসন প্রসঙ্গে জানান , অতীত অতীতেই থেকে যায়। আমি আর অতীত নিয়ে ঘাঁটতে চাইছি না। খেলোয়ারদের জীবনে উত্থান পতন থেকেই থাকে। অনেকে বিনা অপরাধেও অনেক শাস্তি পেতে হয়। তাই আমিও সেটা নিয়ে আর কথা বলবো না। এখন চেষ্টা থাকবে দেশবাসীর জন্য আমার সেরাটা দেওয়ার জন্য।একই কথা বলেছে প্রতিষ্ঠা সামন্ত , প্রতিষ্ঠা জানায়, আমাদের প্র্যাকটিসের জন্য যথেষ্ট ইকুইপমেন্ট রয়েছে। আমরাও আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।আশা করি রাজ্য ও দেশের নাম উজ্জ্বল করতে পারব। প্রসঙ্গত সেপ্টেম্বরের ২৩ তারিখ থেকে অক্টোবরের ৮ তারিখ পর্যন্ত চায়নার চুয়াংজু শহরে এশিয়ান গেমস অনুষ্ঠিত হবে। এই গেমস এর আগে জাতীয় শিবিরেও অংশগ্রহণ করবে দীপা এবং প্রতিষ্ঠা। দিল্লি অথবা ভুবনেশ্বরে জাতীয় শিবির অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।আগামী কয়েকদিনের মধ্যেই ডাক এসে যেতে পারে দীপা ও প্রতিষ্ঠার।
খেলা
নির্বাসন কাটিয়ে মাঠে ফিরে এসেছে দীপা
- by janatar kalam
- 2023-07-20
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this