জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনে ঘুঘুর বাসা। প্রেসিডেন্টকে ছাড়াই গুরুত্বপূর্ণ বৈঠক। বিভিন্ন ক্লাব সদস্যরা এসে ঘেরাও করল টিসিএ।কনফারেন্স রুম বন্ধ করে বৈঠক করছে এক্সিকিউটিভ কমিটি। সভাপতিকে ছাড়াই গুরুত্বপূর্ণ বৈঠক করছেন ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের এপেক্স কমিটির সদস্যরা কেন এই গুরুত্বপূর্ণ বৈঠকে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের সভাপতিকে রাখা হলনা, সেই বিষয় নিয়ে ক্রিকেট মহলে চলছে গুঞ্জন। জানা যায়,ক্রিকেট এসোসিয়েশনের সভাপতিকে একদিন আগে জানিয়েছিলেন। তাই সেই বিষয়ে ক্রিকেট এসোসিয়েশনের সভাপতি এই মিটিংটি না করার জন্য সম্পাদককে জানিয়েছিলেন। এদিকে সম্পাদক সভাপতির কথা পাত্তা না দিয়ে মিটিং চালিয়ে গেছেন। বললেন সভাপতি তপন লোদ,পাশাপাশি তিনি বলেন এই মিটিং ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের আইন অনুসারে সম্পূর্ণ অবৈধ। এদিকে প্রেসিডেন্টকে ছাড়া কেন এই মিটিং জানতে চায়,ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশনের অন্তর্ভুক্ত ক্লাবের কর্মকর্তা ও জেনারেল বডির সদস্যরা। সভাপতিকে ছাড়া গুরুত্বপূর্ণ বৈঠক চলছে জানতে পেরে ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন ঘেরাও করলেন আগরতলা শহরের ক্রিকেট সংস্থার বিভিন্ন ক্লাব গুলো এবং তার তীব্র প্রতিবাদ জানিয়েছে তারা।তাদের বক্তব্য কমিটির প্রেসিডেন্ট ছাড়া অন্যরা টাকা দিয়ে নির্বাচনে জয়ী হয়ে এসেছে, তাই টাকা তোলার জন্য তারা এসোসিয়েশনের বিভিন্ন পদে বসেছে। জেনারেল বডির সদস্যরা এই বৈঠক সম্পূর্ণ অনৈতিক বলে অভিহিত করেন। এবং খুব শীঘ্রই তারা এই বিষয়ে কৈফিয়ৎ চাইবেন এবং সরকারের সর্বোচ্চ স্তর পর্যন্ত পৌঁছাবেন। প্রসঙ্গত গত বেশ কয়েক বছর ধরে টানাপূরণে নিয়ে চলছিল ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন। শেষ পর্যন্ত কমিটি গঠিত হলেও কতিপয় ব্যক্তিদের অঙ্গলি হেলনে চলছে এসোসিয়েশন। এ যেন বাম আমলের ছাপ প্রতিফলিত হচ্ছে রাম আমলে।
খেলা
অনৈতিক মিটিং হয়েছে টিসিএতে ঘেরাওর মুখে কর্মকর্তারা
- by janatar kalam
- 2023-05-02
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this