2024-12-22
Ramnagar, Agartala,Tripura
খেলা

লোকেশ রাহুলের ব্যাটেই জয় পেয়েছে ভারত

জনতার কলম ওয়েবডেস্ক : দারুন শুরুর পর খেই হারিয়ে ফেলা-ভারতের বিপক্ষে আজ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়ার পারফরম্যান্সকে এক বাক্যে এভাবেই বলা যায়। ব্যাট হাতে ১৯ ওভার ৩ বলে ২ উইকেটে ১২৯ রান করা অস্ট্রেলিয়া ইনিংসের প্রায় ১৪ ওভার বাকি থাকতেই অলআউট হয় ১৮৮ রানে।তাড়া করতে নামা ভারতের ৩৯ রানে ৪ উইকেট তুলে নিলেও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়া হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। বাজে ফর্মের কারণে তীব্র সমালোচিত লোকেশ রাহুলের ব্যাটেই এদিন জয় পেয়েছে ভারত। রান খরার কারণে টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন রাহুল। মুক্রবার ৭৫ রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে সমালোচকদের জবাবটা ভালোই দিয়েছেন রাহুল।জাদেজা করেছেন ৪৫ রান। দুই ব্যাটসম্যানের ১০৮ রানের জুটিতে ৬১ বল বাকি থাকতে জিতেছে ভারত। টেস্ট সিরিজ জয়ের পর ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল ভারত। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বোলারদের জন্য সহায়ক কন্ডিশনে ১৮৮ রান ঠিক মামুলি সংগ্রহ ছিল না।পেস বোলারদের জন্য সহায়ক কন্ডিশনে মিচেল স্টার্কের নেতৃত্বে অস্ট্রেলিয়াটা শুরুটাও করে দুর্দান্ত। শুরুতেই নিয়মিত অধিনায়ক রোহিত শর্মার জায়গায় সুযোগ পাওয়া ঈশান কিষানকে ফেরান মার্কাস স্টয়নিস। উইকেটে টিকতে পারেননি সর্বশেষ টেস্টে সেঞ্চুরি করা বিরাট কোহলিও। স্টার্কের ভেতরে ঢোকা ডেলিভারিতে এলবিডব্লিউর ফাঁদে পড়েন কোহলি। এদিন বড় একটা সুযোগ ছিল সূর্যকুমার যাদবের। তবে ওয়ানডে ক্রিকেটে আরও একবার টি-টোয়েন্টির ফর্মটা টেনে আনতে ব্যর্থ হয়েছেন সূর্যকুমার। নিজের খেলা প্রথম বলেই আউট হয়েছেন তিনি। কোহলির মতো সূর্যও ফিরেছেন এলবিডব্লিউ হয়ে।১৬ রানে ৩ উইকেট হারানো ভারত চতুর্থ উইকেট হারায় ৩৯ রানে। শুবমান গিল বড় ইনিংস খেলার সম্ভাবনা দেখিয়ে ২০ রানের বেশি করতে পারেননি। স্টার্কের বলে ব্যাকওয়ার্ড পয়েন্ট দুর্দান্ত ক্যাচ নিয়েছেন মারনাস লাবুশেন। প্রথম স্পেলে ৬ ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে জয়ের স্বপ্ন দেখান স্টার্ক।

অন্যদিকে অধিনায়ক পান্ডিয়া ও লোকেশ রাহুল ভারতকে টেনে তোলার দায়িত্ব নেন। গড়েন ৪৪ রানের জুটি। তবে ২৫ রান করে স্টয়নিসের বাউন্সারে হুক খেলতে গিয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে ক্যাচ তুলে দেন পান্ডিয়া। এরপর ক্রিজে আসেন দুর্দান্ত ছন্দে থাকা জাদেজা।অস্ট্রেলিয়ার জন্য ভয়ংকর হয়ে ওঠা এই জুটি ভাঙতে মিডল ওভারে আবারও স্টার্ককে বল হাতে তুলে দেন স্মিথ। যদিও এবার আর স্মিথকে উইকেট দিতে পারেননি স্টার্ক। শেষমেশ এই জুটির কাছেই হেরেছে অস্ট্রেলিয়া। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহের পথে থাকা অস্ট্রেলিয়ার ব্যাটিং ধস নামিয়েছেন মোহাম্মদ শামি।

শামির ১৫ বলের একটি স্পেলেই দিক হারায় স্মিথের দল। এই ১৫ বলে কোনো রান না দিয়ে ৩ উইকেট তুলে নেন শামি। জস ইংলিশ, ক্যামেরন গ্রিন,স্টয়নিসকে ফেরান এই পেসার। বাকি কাজটা সারেন স্পিনার রবীন্দ্র জাদেজা ও মোহাম্মদ সিরাজ।গ্লেন ম্যাক্সওয়েলকে জাদেজা আউট করার পর অ্যাডাম জাম্পা ও শন অ্যাবোটকে ফেরান সিরাজ। অস্ট্রেলিয়ার দারুণ শুরুর সব কৃতিত্ব মিচেল মার্শের। চোট কাটিয়ে দলে ফেরা এই ক্রিকেটার খেলেছেন ৬৫ বলে ৮১ রানের ইনিংস। শতভাগ ফিট না হওয়ায় এই ম্যাচে খেলতে পারেননি ডেভিড ওয়ার্নার।

আরেক ওপেনার ট্রাভিস হেড শুরুতে বিদায় নিলেও অস্ট্রেলিয়ার দারুণ শুরুতে কোনো বিপত্তি হয়নি। অধিনায়ক স্মিথকে সঙ্গে নিয়ে ৭২ রানের জুটি গড়েন মার্শ। ৩০ বলে ২২ রান করে পান্ডিয়ায় বলে ফেরেন স্মিথ। লাবুশেন ওয়ানডে সিরিজের শুরুটাও ভালো করতে পারেননি।

ফিরে গেছেন ১৫ রান করে। তাকে আউট করেছেন কুলদীপ যাদব। শামি ও সিরাজ ৩ টি করে উইকেট নিয়েছেন। দুটি নিয়েছেন জাদেজা।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service