জনতার কলম ওয়েবডেস্ক :- করাচি টেস্টের প্রথম দিনে পাকিস্তানি ব্যাটসম্যানরা এমন একটি ভুল করলেন যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেখা গেল। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং মাত্র ১৯ রানে পাকিস্তানের ২ উইকেট পড়ে যায়।ওয়েব ডেস্ক: ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ক্লিন সুইপের শিকার হওয়ার পর পাকিস্তানি দল করাচিতে পৌঁছেছে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলতে।আশা করা হয়েছিল এই দল অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে আরও ভাল কিছু করে দেখাবে। করাচি টেস্টের প্রথম দিনে পাকিস্তানি ব্যাটসম্যানরা এমন একটি ভুল করলেন যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথমবার দেখা গেল। টস জিতে পাকিস্তান প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং মাত্র ১৯ রানে পাকিস্তানের ২ উইকেট পড়ে যায়। এই দুই উইকেটের পতন যেভাবে ঘটেছে টেস্ট ক্রিকেট ইতিহাসে সেই ঘটনা আগে কখনোই ঘটেনি।আসলে পাকিস্তানের ওপেনার আবদুল্লাহ শফিক ও শান মাসুদ দুজনেই স্টাম্প আউট হন। টেস্ট ক্রিকেটের ইতিহাসে এই প্রথম কোনও দলের দুই ওপেনার ব্যাটসম্যানই স্টাম্প আউট হলেন। আবদুল্লাহ শফিক এজাজ প্যাটেলের বলে এগিয়ে খেলার চেষ্টা করেন কিন্তু তিনি তা পুরোপুরি মিস করেন এবং উইকেটরক্ষক টম ব্লান্ডেল স্টাম্প আউট করে খেলোয়াড়কে প্যাভিলিয়ান পাঠান। শান মাসুদের ক্ষেত্রেও তাই হয়েছে। তিনি এগিয়ে গিয়ে ব্রেসওয়েলের বলে একটি বড় শট খেলার চেষ্টা করেন কিন্তু দুৰ্ভাগ্যবসত তিনিও ব্লান্ডেলের হাতে স্টাম্প আউট হন।ওপেনার ইমাম-উল-হকও খুব বাজে শট খেলে উইকেট হারান। ব্রেসওয়েলের বলে বড় স্ট্রোক খেলতে গিয়ে মিড অফে ক্যাচ দেন তিনি। ইমাম-উল-হকের এই শটে খুবই হতাশ হয়ে পড়েন বাবর আজম। যাওয়ার সময় তিনি ইমামকে কিছু বলেন। কিন্তু কি বলেন সে বিষয়ে স্পষ্ট কিছু জানা যায়নি।করাচি টেস্টে পাকিস্তান দলে দুটি বড় পরিবর্তন করেছে। বাদ পড়েছেন সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, আর প্রায় ৪ বছর পর একাদশে ফিরেছেন সরফরাজ আহমেদ। একই সঙ্গে দলে ফিরেছেন মীর হামজাও।
খেলা
লাল বলে ক্রিকেটে ইতিহাস তৈরি করলেন পাকিস্তান
- by janatar kalam
- 2022-12-26
- 0 Comments
- Less than a minute
- 2 years ago
Leave feedback about this