2025-01-12
Ramnagar, Agartala,Tripura
খেলা

সিনিয়র আমন্ত্রণ মূলক ক্রিকেট ফাইনালে চাম্পামুরা কোচিং সেন্টার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত সদর সিনিয়র আমন্ত্রণ মূলক ক্রিকেট প্রতিযোগিতায় এগিয়ে চলো সংঘের পর দ্বিতীয় দল হিসেবে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল চাষ্পামুড়া কোচিং সেন্টার। শুক্রবার এম.বি.বি স্টেডিয়ামে মুখোমুখি হয় অরুন্ধতী নগর প্লে সেন্টার ও চাষ্পামুড়া কোচিং সেন্টার। অরুন্ধতী নগর প্লে সেন্টারেকে হারিয়ে এদিন 5 উইকেটে জয়ী হয় চাম্পামুরা কোচিং সেন্টার। 27 ওভার 1 বলে 105 রান করেছে চাম্পামুরা প্লে সেন্টার। অপরদিকে 37 ওভারে10 টি উইকেট হারিয়ে অরুন্ধতী নগর প্লে সেন্টার রান করেছে 104। অরুন্ধতী নগর প্লে সেন্টার এর সর্বোচ্চ 20 রান করেছে দেব্রাবিতা দেব ও সুইটি সিনহা । সেরা বোলিং করে হীরামনি গৌর ২ উইকেট তুলে নেয়। এদিকে চাষ্পামুড়া কোচিং সেন্টার এর সর্বোচ্চ ৩২ রান করেছে শিউলি চক্রবর্তী, সুপ্রিয়া দাস ও ইন্দ্ররানী জমাতিয়া করেছে ১৮ রান।চাষ্পামুড়া কোচিং সেন্টার এর হয়ে সেরা বোলিং শিউলি চক্রবর্তী ৬ উইকেট তুলে নেয়।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service