2025-02-25
Ramnagar, Agartala,Tripura
খেলা

রাজ্য ভিত্তিক কাবাডি প্রতিযোগিতার প্রস্তুতি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :-আগামী ২৯ এবং ৩০ তারিখ রাজধানীর এন আর সি সি র ইনডোর হলে অনুষ্ঠিত হবে রাজ্যভিত্তিক কাবাডি কম্পিটিশন। দিবারাত্র চলবে এই কম্পিটিশন। এখান থেকে রাজ্য দল বাছাই করে আগামী ১৭ নভেম্বর উত্তরাখণ্ডের ঋষিকেশ এর জাতীয়স্তরের কম্পিটিশনে পাঠানো হবে খেলোয়ারদের। উত্তরাখণ্ডের ঋষিকেশ এ ১৭ তারিখ থেকে ২১ তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে জাতীয় কম্পিটিশন। সেই লক্ষ্যে জেলা মহাকুমা স্তরে চলছে বাছাইপর্ব। বৃহস্পতিবার আগরতলা উমাকান্ত মাঠে সদর জেলা ভিত্তিক দলের বাছাইপর্ব হয়েছে। জানিয়েছেন ত্রিপুরা কাবাডি এসোসিয়েশনের সম্পাদক হনু পাল।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service