জনতার কলম ত্রিপুরা, উদয়পুর প্রতিনিধি :-বুধবার গোমতী জেলার চন্দ্রপুরে রাজ্যের প্রথম সিন্থেটিক ফুটবল টার্ফ এর আনুষ্ঠানিক সূচনা হয়। গোমতী ও দক্ষিণ জেলার মধ্যে প্রথম বন্ধুত্বপূর্ণ প্রীতি ম্যাচ দিয়ে খেলার সূচনা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লবকুমার দেব, ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরী, পর্যটন মন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, বিজেপি রাজ্য সভাপতি মানিক সাহা সহ অন্যান্য কর্মী বৃন্দরা। এদিন মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন ক্রীড়া ক্ষেত্রের অনুকূল পরিবেশ ও সুযোগ আম্প্রসারণের মাধ্যমে যুব সম্প্রদায়কে নেশার কড়াল গ্রাস থেকে সুরক্ষিত রাখা সম্ভব। ক্রীড়াভ্যাস শুধুই শারীরিক সুস্থতাকে নিশ্চিত করে না, রোজগারের পথকেও মসৃন করে। রাজ্যে খেলাধুলার পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি খেলোয়াড়দের আধুনিক প্রশিক্ষনের ও দক্ষতাবর্ধক পরিবেশ তৈরীতে আমরা গুরুত্বের ভিত্তিতে কাজ করছি । তবে এদিনের খেলাতে খেলোয়াড়দের উচ্ছাস উদ্দীপনা ছিল লক্ষণীয় ।
খেলা
অনুষ্ঠানিক ভাবে সূচনা হলো রাজ্যের প্রথম সিন্থেটিক ফুটবল টার্ফ
- by janatar kalam
- 2021-09-22
- 0 Comments
- Less than a minute
- 4 years ago




Leave feedback about this