2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য শিক্ষা স্বাস্থ্য

খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু? অসুস্থ বোধজং স্কুলের অনেক ছাত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজধানীতে এক স্কুলের বেশ কয়েকজন ছাত্রী স্কুল চত্বরে অসুস্থ হয়ে পড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। আহত দশ-বারোজন ছাত্রী রাজ্যের প্রধান রেফারেল হাসপাতালে চিকিৎসাধীন। জানা গেছে অসুস্থ হয়েছেন আরও বেশি। প্রাথমিক ধারণা ছাত্রী আবাসে খাদ্য বিষক্রিয়ায় এই ঘটনা হতে পারে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার। রাজধানীর বোধজং বালিকা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত অনেক ছাত্রী থাকেন ইন্দ্রনগর মহারাজা বীর বিক্রম ওয়েলফেয়ার সোসাইটির ছাত্রী আবাসে।

বৃহস্পতিবার সকালে হোস্টেলে খাওয়া দাওয়া শেষে তারা স্কুলে আসেন। বিদ্যালয়ে প্রার্থনা চালাকালিন একে একে বেশ কয়েকজন ছাত্রী অসুস্থ হয়ে পড়েন। তাদের কারো পেট ব্যথা, কারো মাথা ব্যাথা সহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। দেরি না করে স্কুলের শিক্ষক-শিক্ষিকারা অ্যাম্বুলেন্সে করে ছাত্রীদের জিবিতে পাঠিয়ে দেওয়া হয়। ঘটনায় অন্য ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। তারা ভয়ে কান্না শুরু করে দেন। জিবিতে নেওয়ার পরে চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা দ্রুত চিকিৎসা শুরু করেন। বিদ্যালয় থেকে হাসপাতালে ছুটে যায় অন্য ছাত্রীরাও।

কিভাবে এই ঘটনা তা বলতে পারছেন না ছাত্রীরা এমনকি স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ঘটনার খবর পেয়ে হাসপাতালে ছুটে যান হোস্টেল পরিচালনার দায়িত্বে থাকা সভানেত্রীও। তিনি বুঝে উঠতে পারছেন না কিভাবে এই অবস্থা হল। ঘটনার খবর পেয়ে স্কুলে ও জিবি হাসপাতালে ছুটে যান ত্রিপুরা প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য।

তিনি খোঁজ খবর নেন। এদিকে ঘটনার খবর ছুটে যান পশ্চিম জেলার জেলা শাসক ডঃ বিশাল কুমার ও সদর মহকুমা শাসক। তারা স্কুলে গিয়ে ছাত্রী ও শিক্ষিকাদের সঙ্গে কথা বলেন। পরে জিবিতে গিয়ে অসুস্থ ছাত্রী সহ চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জেলা শাসক জানান হস্টেলের সমস্ত কিছুর খোঁজখবর নেওয়া হচ্ছে। খাবারের নমুনা সংগ্রহ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারো কোন ত্রুটি যদি তদন্তে বেরিয়ে আসে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে জিবি হাসপাতালে গিয়ে অসুস্থ ছাত্রীদের খোঁজ নিলেন বাম ছাত্র সংগঠনদ্বয় এসএফআই ও টিএসইউ-র নেতৃত্ব। তারা অসুস্থ ছাত্রীদের সঙ্গে কথা বলেন। দাবি জানান, চিকিৎসার সমস্ত ব্যয়ভার সরকারকে বহন করার। তবে আদৌ খাদ্যে বিষক্রিয়া নাকি অন্য কিছু তা ঘটনার তদন্তের পর বেরিয়ে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service