2024-12-22
Ramnagar, Agartala,Tripura
বিশ্ব

কোটা সংস্কার আন্দোলন ঘিরে নিহতদের স্মরণে সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার

(Editor’s Note: Graphic Content) A photographer is targetted during a student protest in Dhaka on August 5, 2018, following the deaths of two college students in a road accident. – Bangladesh Prime Minister Sheikh Hasina urged students on August 5 to go home as police fired tear gas during an eighth day of unprecedented protests over road safety which have paralysed parts of Dhaka. (Photo by Mamunur Rashid/NurPhoto via Getty Images)

 

জনতার কলম ওয়েবডেস্ক :- কোটা সংস্কার আন্দোলন ঘিরে সংঘাত-সহিংসতার মধ্যে নিহতদের স্মরণে মঙ্গলবার সারা দেশে শোক পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এদিন কালো ব্যাজ ধারণ এবং মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হবে। এ ছাড়া মন্দির-গির্জা-প্যাগোডায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। আজ সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্বে সোমবার মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে পরে বিকেলে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন।

তিনি জানান, আজকের বৈঠকে কোটা আন্দোলন নিয়ে যে পরিস্থিতি হয়েছিল, সে বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান একটি প্রতিবেদন উপস্থাপন করেন। পরে এ নিয়ে আলোচনা হয়। সেই আলোচনার ভিত্তিতে শোক প্রস্তাব গ্রহণ করা হয় এবং আগামীকাল দেশব্যাপী শোক পালনের সিদ্ধান্ত হয়।

সরকারি বেসরকারি সব নাগরিক এই কর্মসূচি পালন করতে পারবেন। তবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখায় বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service