জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যেতে বসেছে অনেক ঐতিহ্য। ফলে লক্ষ্মি পূজায় এখন খুব কম বাড়িতেই তৈরি হয় বিভিন্ন রকমের নাড়ু, সন্দেশ। বাজারেই পাওয়া যায় রেডিমেড সমস্ত কিছু। ঘরে ঘরে পূজিত হন ধনদেবী লক্ষ্মি। কোজাগরী লক্ষ্মি পূজায় নারকেল, তিল, চিরা, মুড়ি সহ বিভিন্ন রকমের নাড়ু ও সন্দেহ তৈরি করা হতো আগে।
বাড়ি ঘরে মা- মাসিরা এসব জিনিস বাড়িতে তৈরি করতেন। বহুকাল ধরে এই রীতি চলে আসছে। কিন্তু আধুনিকতার ছোঁয়ায় এসব হারিয়ে যেতে বসেছে। এখন আর বাড়ি ঘরে পূজায় রকমারি নাড়ু সন্দেহ তৈরি করা হয় না। বাজারেই পাওয়া যায় রেডিমেড নাড়ু-সন্দেশ। দোকানীরা রকমারি সুস্বাদু নাড়ু- সন্দেহ নিয়ে বাজারে বসেছেন।
শুধু নাড়ু সন্দেশ নয়, হারিয়ে যেতে বসেছে বাড়ি ঘরে পূজায় চালের গুঁড়ো কিংবা অন্য কিছু দিয়ে আল্পনা আঁকার রীতি। এখন বাজারেই পাওয়া যাও স্টিকার। দোকানীরা জানান, আগের মতো এখন আর বাড়ি ঘরের বধূরা নাড়ু তৈরি কিংবা আল্পনা আঁকেন না। কম বেশি সকলেই বাজার থেকে কিনে নেন। তবে গ্রাম বাংলায় কেউ কেউ ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করেন।
Leave feedback about this