2025-04-04
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

কৈলাসহর থানার পুলিশের হাতে আটক দুইজন রোহিঙ্গা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বৃহস্পতিবার ভোরে কৈলাসহর থানার পুলিশের হাতে আটক দুইজন রোহিঙ্গা। বাংলাদেশ থেকে তারা অবৈধভাবে ভারত বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে কৈলাসহরে আসে এবং কৈলাসহর থেকে বহিঃরাজ্যে যাবার জন্য একটি অটোতে উঠলে পুলিশ তাদের আটক থানায় নিয়ে আসে বলে জানান ওসি সুকান্ত সেন চৌধুরী।

অটো দিয়ে ধর্মনগরের উদ্দেশ্যে রওয়ানা দেবার সময় কৈলাসহর শহরের কলেজের পাশে পুলিশ অটোকে দাঁড় করিয়ে তল্লাশী করে। দুইজন রোহিঙ্গা নাগরিকের সাথে অটো চালককেও আটকা করেছে পুলিশ। অবৈধভাবে বাংলাদেশ থেকে আসার ফলে কৈলাসহর থানার পুলিশ দুইজন রোহিঙ্গা নাগরিকের বিরুদ্ধে পাসপোর্ট এক্টে একটি মামলা করে। রোহিঙ্গা নাগরিক এবং অটো চালক সহ তিনজনই কৈলাসহর থানার গারদে রয়েছে।

রোহিঙ্গা নাগরিকরা। কিভাবে ভারত-বাংলাদেশের আন্তর্জাতিক সীমান্ত পাড় হয়ে এসেছে এবং কার মাধ্যমে এসেছে সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। কৈলাসহরের কোন অঞ্চলের সীমান্ত দিয়ে এসেছে এবং বহি: রাজ্যের কোন রাজ্যে যাবে এসব ব্যাপারে পুলিশ ধৃতদের জোর জিজ্ঞাসাবাদ করছে।

ধৃতদের কাছ থেকে পুলিশ তিনটি দামী মোবাইল ফোন এবং বেশকিছু নগদ টাকা উদ্ধার করেছে বলেও পুলিশ সূত্রে জানা যায়। ধৃত দুইজন রোহিঙ্গা নাগরিক বাংলাদেশের চট্টগ্রামের রিফুজি ক্যাম্প থেকে পালিয়ে এসেছে বলে খবর।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service