2025-04-03
Ramnagar, Agartala,Tripura
দেশ

কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ল ২ শতাংশ

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বেন্দ্রীয় সরকারি কর্মীদের ২ শতাংশ মহার্য ভাতা (ডিএ) বৃদ্ধিতে অনুমোদন দিল মন্ত্রিসভা। এই বৃদ্ধির ফলে মূল বেতনের মোট ডিএ হবে ৫৫.৯৮ শতাংশ। যা আগে ছিল ৫৩.৯৮ শতাংশ। এই বৃদ্ধির সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারী থেকে পেনশনভোগীরা। তবে গত কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে কম মহার্ঘ ভাতা বৃদ্ধি।

কোভিডের সময়ে তিন কিস্তি ডিএ স্থগিত করে দেওয়ার পরে ২০২১ সালে আবার ডিএ দেওয়া শুরু করে কেন্দ্র। তখন থেকে তিন বা চার শতাংশ হারে ডিএ বৃদ্ধি করা হয়েছে। গত বছরের জুলাইয়ে ৫০ থেকে ৫৩ শতাংশ হয়েছিল কেন্দ্রীয় মহার্ঘভাতা। কিন্তু এ বার ডিএ বৃদ্ধির হার কমছে কেন? মুদ্রাস্ফীতির সঙ্গে ভারসাম্য রেখে কর্মীদের মহার্ঘভাতা দেয় সরকার।

হিসাবে বলছে, এই ত্রৈমাসিকে খুচরো পণ্যের মূল্যবৃদ্ধির হার সবচেয়ে কম। এটাই ডিএ নির্ধারণের অন্যতম মানদণ্ড। সেই কারণে এ বার ডিএ বৃদ্ধির হার কমছেবলে মনে করা হচ্ছে। অন্য দিকে, আগামী ১ এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য বর্ধিত ডিএ কার‍্যকর হবে। সে কথা গত মঙ্গলবার বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে নবান্ন।

এর ফলে রাজ্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি পেয়ে হয়েছে ১৮ শতাংশ। পেনশনভোগীরাও সুবিধা পাবেন। তাঁদেরও ডিআর (মহার্য ত্রাণ) বৃদ্ধি পেয়ে হবে ১৮ শতাংশ। তার ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের সঙ্গে এ রাজ্যের কর্মীদের ডিএর ফারাক ছিল ৩৫ শতাংশ। এ বার সেই ফারাক দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে ৩৭ শতাংশ।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service