2024-11-15
agartala,tripura
অপরাধ রাজ্য

কুকুরকে বাঁচাতে অটো উল্টে চালকের মৃত্যু 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অ্যাম্বুলেন্সের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা। পরে জিবি’তে এসেই মৃত্যু অটো চালকের। অভিযোগ দেরিতে জিবিতে নিয়ে আসায় মৃত্যু হয়েছে অটোরিক্সা চালকের। ঘটনাটি ঘটে শনিবার সকালে।মৃত অটোরিক্সা চালকের নাম জীবন চন্দ্র শীল। তার বয়স আনুমানিক ৩৬ বছর। ঘটনা বিশালগড় মহকুমার গোলাঘাটি এলাকায়।

এদিন সকালে জীবন চন্দ্র শীল সিপাহীজলা নিজ বাড়ি থেকে অটোরিক্সা নিয়ে গোলাঘাটি যাচ্ছিলেন। সেখানে স্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে বিশালগড়ের দিকে আসার কথা। কিন্তু পথেই ঘটে বিপত্তি। গোলাঘাটি মডার্ন ক্লাবের কাছে আসতেই একটি কুকুর অটোর সামনে চলে আসে। সেই কুকুরকে বাঁচাতে ব্রেক কষেন জীবন। তাতে অটো উল্টে যায়। তিনি নিচে পড়ে যান। আহত অটোচালককে অন্যরা প্রথমে দয়ারাম পাড়া স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান।

সেখান থেকে রাজ্যের প্রধান রেফারেল হাসপাতাল জিবিতে রেফার করে দেন কর্তব্যরত চিকিৎসক। কিন্তু সময়মতো মিলেনি অ্যাম্বুলেন্স। অভিযোগ টাকারজলা থেকে অ্যাম্বুলেন্স আসতে দেড় ঘণ্টা সময় ব্যয় করে। শেষ পর্যন্ত জিবি হাসপাতালে আনা হলেও শেষ রক্ষা হয়নি। হাসপাতালের ভেতরে ঢোকার মুহূর্তে মৃত্যুর কোলে ঢলে পড়েন জীবন।লোকজন জানান, সময়মতো জিবিতে আনতে পারলে বাঁচানো যেত অটো চালক জীবনকে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service