2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

কারা দপ্তরের শূন্য পদ পূরণের দাবীতে সরব হলো চাকরিপ্রার্থীরা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- অবিলম্বে লিখিত পরীক্ষার মাধ্যমে কারা দপ্তরের শূন্য পদ পূরণের দাবী জানালো চাকরিপ্রার্থীরা। মঙ্গলবার সংশ্লিষ্ট দাবির ভিত্তিতে কারা দপ্তরের আই জি’র নিকট চাকরি প্রার্থীরা ডেপোটেশন প্রদান করেন। গত দুই বছর ধরে চাকরিপ্রার্থীরা লিখিত পরীক্ষা গ্রহণের ব্যবস্থা জন্য কারা দপ্তরের নিকট দাবি জানিয়ে আসছেন।

২০২২ সালে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে কারা দপ্তরের ২৪৯ টি মেইল জেইল ওয়ার্ডেন পদে নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সেই অনুসারে ২০২২ সালের ৩ ডিসেম্বর শূন্য পদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি প্রকাশের পর চাকরি প্রার্থীরা আবেদন জানান। আবেদনকারীদের শারীরিক পরীক্ষা গ্রহণ করা হয়। এই পরীক্ষায় কৃতকার্যদের পরবর্তী সময়ে লিখিত পরীক্ষায় বসার কথা ছিল।

কিন্তু এরই মধ্যে ২০২৩ সালের বিধানসভা নির্বাচন এসে যাওয়ায় নিয়োগ প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। বিধানসভা নির্বাচনের পরে কারা দপ্তরের জেল মেইল ওয়াডেন পদে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণরা লিখিত পরীক্ষার জন্য দপ্তরের আইজি’র নিকট আবেদন জানাতে থাকেন।

কিন্তু এখন পর্যন্ত সংশ্লিষ্ট বিষয়ে কারা দপ্তর কোন ব্যবস্থা গ্রহণ করতে পারেনি। এই পরিস্থিতিতে শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ চাকরিপ্রার্থীরা মঙ্গলবার আইজি প্রিজনের সাথে দেখা করে এক ডেপুটেশন প্রদান করেন এবং অবিলম্বে লিখিত পরীক্ষা গ্রহনের মাধ্যমে ২৪৯টি শূন্যপদ পুরনের দাবি জানান। সংশ্লিষ্ট বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা এবং কারা দপ্তরের মন্ত্রী সান্তনা চাকমার হস্তক্ষেপ প্রার্থনা করেন চাকরি প্রার্থীরা।

এদিন চাকরি প্রার্থীরা জানান এই নিয়ে সাতবার তারা কারা দপ্তরের আধিকারিকের নিকট সংশ্লিষ্ট বিষয় নিয়ে ডেফিনেশন প্রদান করেছেন। মঙ্গলবার ডেপুটেশন প্রদানের পর কর্তৃপক্ষ অবিলম্বে সংশ্লিষ্ট বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তাদের জানান।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service