জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উত্তর জেলায় আনন্দবাজার থানা ধীন কাসনাম পাড়া গ্রমের রাই থানহা রিয়াং এর বাড়ীতে গতকাল রাতে বাংলাদেশ জীবুই এলাকা থেকে আসে এন, এল, এফ, টি দুই সক্রিয় সদস্য। চাদা কালেকসন করতে ও দলে নতুন সদস্য তৈরী করার জন্য। এদের নাম (1) রাইবাহাদুর রিয়াং, বাড়ি বগিচন্দ্র পাড়া আনন্দবাজার (2) গুন রাম রিয়াং, বাড়ি মানিক রায় পাড়া আনন্দবাজার। এই দুজনের এন এল এফ টি দলে দীর্ঘদিন ধরে ছিল। ঐ কাসনাম পাড়া ১৩ ব্যাটেলিয়ান টি,এস,আর বাহিনীরা পুলিশ কে খবর দিয়ে আনন্দবাজার থানায় পুলিশ সহযোগিতায় তল্লাশি চালিয়ে রাইথানহা রিয়াং এর বাড়ি থেকে দুই এন, এল, এফ, টি সদস্যকে এরেস্ট করেন। এদের কাছ থেকে একটি পিস্তল ও দুটি মোবাইল, কিছু টাকা পাওয়া যায়। বর্তমানে তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। এই খবর পেয়ে আজ আনন্দবাজার থানায় এস,পি ভানু পদ চক্রবর্তী এবং এস, ডি.পি.ও অমল চক্রবর্তী ছুটে যান। তাদের নামে একটি মামলা হয় বলে জানা যায়। তোলা হবে আদালতে, এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।
অপরাধ
রাজ্য
কাঞ্চনপুরে পিস্তল সহ ২জঙ্গি সহ গ্রেপ্তার ৩
- by janatar kalam
- 2023-12-16
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this