2024-11-07
agartala,tripura
রাজ্য

কর্মচারীরা অফিসে আসে পলিটিক্স করতে : সুধাংশু

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ফিসারী, এআরডি, এস সি ওয়েলফেয়ার এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের অভূতপূর্ব উন্নয়নের স্বপ্ন দেখছেন মন্ত্রী সুধাংশু দাস। খানাখন্দে ভরা অফিস পরিদর্শনে গিয়ে আক্কেলগুরুম মন্ত্রীর। অনুপস্থিত অনেক কর্মচারী। মন্ত্রীর দায়িত্ব আবার গ্রহণ করেই কর্ম তৎপর হয়ে উঠেছিলেন যুব আইকন মন্ত্রী সুধাংশু দাস। রাস্তায় দাঁড়িয়ে গরু বোঝাই গাড়ি আটক , জানিয়ে না জানিয়ে বিভিন্ন অফিস পরিদর্শন। সাধারণ মানুষের সমস্যার কথা শোনা, সব দিক দিয়েই অল্প কিছুদিনের মধ্যে সাধারণ মানুষের প্রশংসা কুড়িয়ে ছিল মন্ত্রী সুধাংশু দাস। বুধবার আচমকায় মন্ত্রী পরিদর্শনে যান আগরতলাস্থিত মৎস্য দপ্তরের প্রধান কার্যালয়ে। খানাখন্দে ভরা অফিস, অফিসে কর্মচারীদের অনুপস্থিতি, অগোছালো রুম, অফিস সাইনবোর্ড সবকিছু মিলিয়ে এক অভূতপূর্ব পরিবেশ দেখে রীতিমতো হতবাক হয়ে পড়েন মন্ত্রী। কাকে কি বলবেন ক্ষণিকের জন্য যেন কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন। নিজে নিজেই বিড়বিড় করে বলছেন, কর্মচারীরে অফিসে আসে শুধু পলিটিক্স করার জন্য, কাজের কাজ কিছুই হচ্ছে না। কাজ করার মত কোন পরিবেশ নেই অফিসে। এটা অফিস নাকি হাসপাতালের বারান্দা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, আমি মন্ত্রিত্ব গ্রহণ করার পর থেকেই আমার দায়িত্বে থাকা তিনটি দপ্তর ঘুরেফিরে দেখছি। আমি চাইছি অফিসের কর্মসংস্কৃতি ফিরে আসুক। এভাবে বছরের পর বছর অফিস কামাই করে কিংবা অফিসে এসে গল্প গুজব করে কোন দপ্তরের উন্নয়ন হতে পারেনা। মন্ত্রী বলেন, আমি চাইছি আমার দায়িত্বে থাকা তিনটি দপ্তরের মাধ্যমে রাজ্যের অভূতপূর্ব উন্নয়ন ঘটাতে। তবে এই পরিস্থিতিতে অফিস সংস্কৃতি ফিরিয়ে আনতে না পারলে মোটেই সম্ভব হবে না রাজ্যের উন্নয়ন। তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে দপ্তর অধিকর্তাকে। আশা করি খুব শীঘ্রই অফিস গুলিতে কর্মসংস্কৃতি ফিরে আসবে। প্রসঙ্গত মন্ত্রি সুধাংশু দাসের এ দিনের অফিস পরিদর্শন ছিল নিছকই কর্মচারীদের সারপ্রাইজ দেওয়া। কর্মচারীদের সারপ্রাইজ দিতে গিয়ে মন্ত্রী নিজেই অফিসের নোংরা পরিবেশ, কর্মচারীদের অনুপস্থিতি, পুঁথি গন্ধময় অফিস রুম সবকিছুতেই যেন সারপ্রাইজ পেয়ে গেলেন নিজেই।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service