জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটি (টিপিসিসি) শনিবার প্রখ্যাত সমাজবাদী নেতা কর্পূরী ঠাকুরের জন্মবার্ষিকী পালন করে তাঁর সামাজিক ন্যায় ও জনমুখী শাসনের চিরস্থায়ী অবদানকে স্মরণ করেছে।
আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে দলের নেতা-কর্মীরা একত্রিত হয়ে কর্পূরী ঠাকুরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে টিপিসিসি সভাপতি আশীষ কুমার সাহা বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে কর্পূরী ঠাকুরের দর্শনের প্রাসঙ্গিকতার কথা তুলে ধরেন। তিনি বলেন,
“সামাজিক ন্যায় ও জনসেবার প্রতি কর্পূরী ঠাকুরের নিষ্ঠা কংগ্রেসের আদর্শের একটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। বিহার সহ সারা দেশেই তাঁর প্রভাব আজও অনুভূত হয়। সমতা ও সুযোগ সৃষ্টির লক্ষ্যে তাঁর নীতি ও সংস্কারগুলি পথপ্রদর্শক হিসেবে কাজ করেছে এবং নৈতিক ও জনমুখী শাসনের ক্ষেত্রে তা আজও এক মানদণ্ড।”
কর্পূরী ঠাকুর মূলত প্রান্তিক ও বঞ্চিত মানুষের অধিকার আদায়ের একজন অগ্রণী কণ্ঠ হিসেবে পরিচিত। সমাজের পিছিয়ে পড়া শ্রেণির উন্নয়নে অন্তর্ভুক্তিমূলক নীতি প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরলতা, সততা ও আদর্শনিষ্ঠ নেতৃত্বের জন্য পরিচিত কর্পূরী ঠাকুর আজও সারা দেশের কংগ্রেস নেতা-কর্মীদের অনুপ্রেরণা জোগান।


Leave feedback about this