2024-11-07
agartala,tripura
বিশ্ব রাজ্য

কমলাসাগর সীমান্ত হাট খুব শীঘ্রই চালু করা হবে : কিরণ গিত্যে 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- আগামী তিন বছরে রাজ্যের ৩২ হাজার বেকার যুবক- যুবতীদের চিহ্নিত করে ক্ষুদ্র-ছোট-মাঝারি শিল্পের উন্নয়নে ও প্রসারে প্রশিক্ষণ দেওয়া হবে।কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রক ত্রিপুরার এই শিল্পের উন্নয়নে ৬৫ কোটি ১৭ লাখ টাকা অনুমোদন দিয়েছে। মন্ত্রকের রেম্প কর্মসূচীতে এই অর্থ অনুমোদন দেওয়া হয়েছে।

রাজ্যের বেকার যুবক-যুবতীদের মধ্যে শিল্প উদ্যোগী ও বিপণনের দক্ষতা গড়ে তোলাই হচ্ছে এই রেম্প কর্মসূচীর মূল উদ্দেশ্য। শুক্রবার মহাকরণে সাংবাদিক সম্মেলনে একথা জানান শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে। তিনি এদিন শিল্প ও বাণিজ্য দপ্তরের বিভিন্ন কর্মসূচী ও পদক্ষেপ গুলি তুলে ধরেন। তিনি জানান, ইতিমধ্যে কয়েকটি ইনভেস্টমেন্ট সামিট করা হয়েছে ত্রিপুরা সহ উত্তর-পূর্বাঞ্চলে বিনিয়োগ বৃদ্ধির প্রচেষ্টায়।

৬ জন বিনিয়োগকারী ২৯৮৫ কোটি টাকা ইতিমধ্যে ত্রিপুরায় বিনিয়োগ করেছে। সাংবাদিক সম্মেলনে সচিব আরও জানান, চলতি বছরের মার্চ মাসে দিল্লিতে উত্তর-পূর্বাঞ্চল ইনভেস্টমেন্ট সামিট হয়। সেখানে ১৪ টি মৌ স্বাক্ষরিত হয়। শিল্প ও বাণিজ্য দপ্তরের সচিব কিরণ গিত্যে জানান, আগরতলায় টি অকশন সেন্টার খোলা হয়েছে ত্রিপুরা চা উন্নয়ন নিগমের তরফে।

মাছমারায় মিনি টি প্রক্রিয়াকরণ সেন্টার গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান কমলাসাগর সীমান্ত হাট খুব শীঘ্রই চালু করা হবে। এদিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের অধিকর্তা বিশ্বশ্রী বি।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service