জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নারীদের স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য শিক্ষার পাশাপাশি বিভিন্ন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। মেয়েরা যাতে লেখাপড়া করে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে সে দিকেও নজর দেওয়া হয়েছে। বৃহস্পতিবার আগরতলার মুক্তধারা অডিটোরিয়ামে অনুষ্ঠিত বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পের উপর পশ্চিম ত্রিপুরা জেলা পর্যায়ের কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করে নিজের বক্তব্যে একথা উল্লেখ করেন রাজ্যের সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দফতরের মন্ত্রী টিংকু রায়। এদিন তিনি বিশেষ করে রাজ্যে সরকারের পরিবর্তনের পর মেয়েদের কিংবা নারীদের ক্ষেত্রে বিশেষ করে যে পরিবর্তন হয়েছে এর উল্লেখ করেন। তিনি জানান রাজ্যে আগে বিদ্যালয়ে এস সি, এস টি ছাত্রীদের সাইকেল দেওয়া হত কিন্তু সরকারের পরিবর্তনের ফলে এখন থেকে সকল ছাত্রীদের সাইকেল দেওয়া হয়। সম্প্রতি রাজ্যের মুখ্যমন্ত্রী বাজেটে উল্লেখ করেছেন যে দ্বাদশ শ্রেণীতে প্রথম ১০০ জন ছাত্রীকে স্কুটি দেওয়া হবে। এটা তাদেরকে উৎসাহ প্রদান করার ও একটা অঙ্গ। এদিন তিনি উল্লেখ করেন রাজ্যের ত্রিস্তরিয় পঞ্চায়েত ব্যবস্থায় অর্ধেক অংশ গ্রহণ হল নারীদের। এমন কি পঞ্চায়েত সমিতি কিংবা জেলা পরিষদের সভাধিপতি যারা রয়েছেন এর মধ্যে অর্ধেক সংখ্যা হল নারীদের। এমন কি আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র হলেন একজন নারী। অর্ধেক কর্পোরেটর হলেন নারী। সরকারের পরিবর্তনের পর রাজ্যে নারীদের স্বয়ং সম্পূর্ণ করে গড়ে তোলার লক্ষ্যে অনেক পরিবর্তন হয়েছে। যেখানে আগে স্বসহায়ক গোষ্ঠীর সংখ্যা ছিল চার থেকে পাঁচ হাজার বর্তমানে সেখানে সংখ্যাটা প্রায় চল্লিশ হাজার হয়ে দাঁড়িয়েছে। চারশ কোটি টাকার বেশি তাদের দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। রাজ্য সরকার চায় যাতে মায়েরা, মেয়েরা স্বাবলম্বী হয়।মন্ত্রী ছাড়া এদিন এই কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন সহ সমাজকল্যাণ ও শিক্ষা দপ্তরে আধিকারিক ও অন্যান্য অতিথিরা। এ দিন অনুষ্ঠানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে কৃতি ছাত্রীদের সম্বর্ধনা প্রদান করেন অতিথিরা।
রাজ্য
শিক্ষা
কন্যাসন্তানের ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে সঠিক লালন-পালন, শিক্ষাদান, যত্ন ও সর্বাঙ্গীণ বিকাশের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর
- by janatar kalam
- 2023-08-10
- 0 Comments
- Less than a minute
- 2 years ago





Leave feedback about this