জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনের শেষ দিনে পুনরায় ককবরক ভাষায় রোমান হরফের ব্যবহারের দাবিতে মহাকরণের সামনে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হয়েছে টিএসএফ। সঙ্গে সঙ্গে পুলিশ তাদের আটক করে অরুন্ধুতিনগর পুলিশ গ্রাউন্ডে নিয়ে যায়।
বলা চলে বিধানসভা অধিবেশনের প্রথম দিনেই ককবরক ভাষা রোমান হরফের দাবিতে সার্কিট হাউজে গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখিয়েছিলো টিএসএফ। সেই দাবিতে অনড় থেকেই আবারো অধিবেশনের শেষ দিনে বিক্ষোভ দেখালো এরা। এদিন সাংবাদিকদের সংগঠনের এক সদস্য জানান, দীর্ঘদিন ধরে বাংলার পাশাপাশি রোমান হরফে প্রশ্নপত্র তৈরি করার দাবি জানিয়ে আসা হচ্ছে সংগঠন কিন্তু সরকারের তরফ থেকে সমস্যা সমাধানের কোনো উদ্যােগ নেওয়া হয়নি।
বিশেষ করে ছাত্র ছাত্রীদের বাংলা লিপিতে লেখার জন্য চাপের সম্মুখীন হতে হচ্ছে। ত্রিপুরা বিধানসভায় যেন তাদের এই ইস্যু সবার দৃষ্টি আকর্ষণ করতে তাদের এই আন্দোলন বলে জানিয়েছেন তিনি।
Leave feedback about this