2025-02-01
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালুর দাবিতে সরব হয়েছে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট করার দাবিতে সড়ব হয়েছে তিপ্রা স্টুডেন্ট ফেডারেশন ।সকালে সার্কিট হাউজের সামনে বিক্ষোভ ধরনায় শামিল হয়েছে স্টুডেন্ট ফেডারেশন । তাদের দাবি অবিলম্বে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করতে হবে । অভিযোগ দীর্ঘদিন ধরে ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করার দাবি জানানো হলেও সরকার তাতে কোন কর্ণপাত করছে না । তার জন্য ফের সরব হয়েছে ককবরক ভাষাভাষী লোকেরা । তাদের দাবি অবিলম্বে রাজ্য সরকার ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্ট চালু করুক । যাতে করে ককবরক ভাষাভাষীর লোকেদের কোনোরকম আন্দোলন করতে না হয়।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service