2024-11-08
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে দ্রুত চূড়ান্ত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানালেন সুদীপ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ককবরক ভাষার রোমান স্ক্রিপ্ট দ্রুত চূড়ান্ত করার জন্য রাজ্য সরকারের কাছে দাবি জানালেন বিশ্ব আদিবাসী দিবসে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ। তিনি মন্তব্য করেন, এনিয়ে আর নোংরা রাজনীতি নয়। পাশাপাশি বিধায়ক এদিন আরও বলেন, বিভিন্ন দেশে আদিবাসীরা প্রকৃতির জঙ্গলের সাথে মিলে মিশে বসবাস করে। এই আদিবাসীরা বর্তমানে বড় একটা সমস্যার সন্মুক্ষীণ।

পরিবেশকে কিভাবে রক্ষা করা যায় এনিয়ে বর্তমানে সকলে আতঙ্কিত রয়েছে। প্রতিবছর ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস পালন করা হয়। এবছরও এর ব্যতিক্রম ঘটেনি। ত্রিপুরা প্রদেশ কংগ্রেস দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করে। শুক্রবার রাজধানীর মুক্তধারা অডিটোরিয়ামে হয় বিশ্ব আদিবাসী দিবসে আলোচনা সভা।

উপস্থিত ছিলেন ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা, বিধায়ক গোপাল চন্দ্র রায়, সুদীপ রায় বর্মণ, প্রাক্তন বিধায়ক দিবাচন্দ্র রাংখল, আদিবাসী কংগ্রেস সেলের নেতা শব্দ কুমার জমাতিয়া সহ অন্যরা। এদিনের অনুষ্ঠানে আদিবাসী কংগ্রেসের কর্মী- সমর্থকরা বিভিন্ন জায়গা থেকে অংশ নেন।

আলোচনা করতে গিয়ে বিধায়ক সুদীপ রায় বর্মণ বিভিন্ন বিষয় তুলে ধরেন। তিনি রাজ্য সরকারের কাছে দাবি জানান ককবরক ভাষাকে রোমান স্ক্রিপ্টে করার। এদিনের অনুষ্ঠানে আদিবাসী কয়েকজন নেতৃত্বকে সংবর্ধনা দেওয়া হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service