জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সোমবার ২০- বক্সনগর বিধানসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে মতিনগর, ৩৬ নং বুথ এলাকার নিবাসী শ্রী সুলতান মিঞার বাসভবনে এক উঠোন সভার আয়োজন করা হয়। উক্ত সভায় উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা।এদিনের সভায় বিরোধী কংগ্রেস -সিপিএমের নেতিবাচক রাজনীতির প্রতি বীতশ্রদ্ধ হয়ে ২৬ পরিবারের ১৮০ জন ভোটার বিজেপিতে শামিল হয়।তাছাড়া এদিন আবার ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৪৫,৪৬ ও ৪৭ নং বুথের উদ্যোগে বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জল হোসেনের সমর্থনে এক বাজার সভার আয়োজন করা হয় এবং সেই সভায় উপস্থিত জনসাধারণকে সম্বোধন করেন মুখ্যমন্ত্রী। সেখানেও বাম আমলে দীর্ঘ সময় ধরে রাজনৈতিক ভাবে প্রবঞ্চনার শিকার হওয়া ১০ পরিবারের ৩৬ জন ভোটার কংগ্রেস -সিপিএম দল পরিত্যাগ করে ভারতীয় জনতা পার্টির পতাকাতলে সামিল হন। সভাদ্বয়ে দলত্যাগীদের দলীয় পতাকা দিয়ে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী , তাছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, বিল্লাল মিয়া ও মফসর আলী ও বিজেপি মনোনীত প্রার্থী তফাজ্জ্বল হোসেনসহ প্রচুর সংখ্যক দলীয় নেতা কর্মী সমর্থকরা।
রাজনৈতিক
রাজ্য
কংগ্রেস সিপিআইএম ছেড়ে বিজেপিতে ২১৬ ভোটার
- by janatar kalam
- 2023-08-28
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this