2025-01-10
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

কংগ্রেস কর্মীর দোকানে ভাঙচুর হামলা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ উঠেছে বড়দোওয়ালি বিধানসভা কেন্দ্রের লালমাইট্টা এলাকায় । অভিযোগ সোমবার তিন রাজ্যে বিধানসভা নির্বাচনে বিজেপির জয়ে উল্লাসিত বিজেপি কর্মী সমর্থকরা নির্বাচনী সন্ত্রাসে মেতে উঠেছে ।এক ব্যক্তির দোকানে ঢুকে ব্যাপক ভাংচুর চালিয়েছে । একই সঙ্গে নগদ টাকাও ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ । কংগ্রেস কর্মী বিশ্বজিৎ বণিকের দোকানে ব্যাপক ভাঙচুর চালিয়েছে দুর্বৃত্তরা । এ নিয়ে থানায়ও একটি মামলা দায়ের করা হয়েছে ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service