2024-12-17
agartala,tripura
রাজনৈতিক রাজ্য

কংগ্রেস ও সিপিএমের মিতালী সহ্য করতে না পেরে ভগবানের হাত ধরে ২১০৯ জন ভোটার পদ্ম শিবিরে

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- লোকসভা ভোটের আগে পাবিয়া ছড়া বিধানসভা কেন্দ্রে ধস নেমেছে কংগ্রেস ও সিপিআইএম দলে।  কংগ্রেস ও সিপিএমের মিতালী সহ্য করতে পারছে না পোরখাওয়া কর্মী সমর্থকরা। গত বিধানসভা নির্বাচনের পর থেকেই এই দুটি দলে দলত্যাগের হিরিক লক্ষ্য করা যায়। সিপিআইএম দলের অঞ্চল স্তরের নেতৃবৃন্দ সহ কংগ্রেসের জেলা ও ব্লক স্তরের নেতৃবৃন্দ বিজেপি দলে সামিল হওয়ার জন্য যোগাযোগ শুরু করেছিল। বললেন এলাকার বিধায়ক ভগবান চন্দ্র দাস। শ্রীদাস এই দুই দলের ৬৩০ পরিবারের মোট ২১০৯ জন ভোটারকে পদ্ম পতাকা হাতে তুলে দিয়ে বিজেপি দলে বরণ করে নেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মন্ডল সভাপতি সহ বিধানসভার বিশিষ্ট নেতৃবৃন্দ। প্রসঙ্গত গত বিধানসভা নির্বাচনের পর থেকেই কংগ্রেস ও সিপিআইএম দলে কর্মী সমর্থকদের মধ্যে হীনমনস্কতা দেখা দিয়েছিল। গত ৩৫ বছর ধরে যে সমস্ত পরিবার সিপিআইএম দলের পিছু হাটছিল তারাই সিপিএম দলের প্রতি তিথিবিরক্ত হয়ে পড়েছে। অপরদিকে কংগ্রেস দলের কর্মী সমর্থকরাও দলীয় নেতৃত্বের উপর ভীতিশ্রদ্ধ হয়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার জন্য স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রেখে চলেছে। ধারণা করা হচ্ছে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরো বড় ধরনের ধস নামতে পারে পাবিয়াছড়া বিধানসভা কেন্দ্রে।

 

 

 

Leave feedback about this

  • Quality
  • Price
  • Service