জনতার কলম ওয়েবডেস্ক :- কংগ্রেস নেতা রাহুল গান্ধী বুধবার ২০২৪ সালের লোকসভা নির্বাচনের জন্য কেরালার ওয়েনাড আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন। এর আগে তিনি বোন প্রিয়াঙ্কা গান্ধীর সঙ্গে এক ঘণ্টার রোড শো করেন।
পাশাপাশি ওয়ানাড আসনে রাহুলের বিরুদ্ধে I.N.D.I.A. সিপিআই-এর অ্যানি রাজা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বুধবার রোড শো করে এ্যানি রাজাও মনোনয়ন জমা দেন।
এদিন রাহুল ওয়ানাডের জনগণকে বলেন,আপনাদের এমপি হওয়া আমার জন্য সম্মানের। আমি আপনাকে ভোটারের মতো আচরণ করি না। আমি আমার ছোট বোন প্রিয়াঙ্কাকে যেভাবে ব্যবহার করি, আমিও আপনার সাথে একই আচরণ করি। ওয়েনাদে বাড়িতে আমার বোন, মা, বাবা এবং ভাই আছে এবং এর জন্য আমি আমার হৃদয়ের নীচ থেকে আপনাকে ধন্যবাদ জানাই।
Leave feedback about this