2025-04-27
Ramnagar, Agartala,Tripura
ধর্ম রাজনৈতিক রাজ্য

ওয়াকফ আইন নিয়ে বিরোধীরা অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্তকরতে চাইছে: অনিল

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওয়াকফ সংশোধনী বিল আইনে রূপান্তরিত হতেই দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়েছে। বিভিন্ন জায়গায় চলছে হিংসাত্মক আন্দোলন। তবে বসে নেই শাসক দল বিজেপি। দলীয় নেতৃত্বকে বিভিন্ন জায়গায় ওয়াকফ আইনের প্রচারে পাঠানো হচ্ছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে রাজ্যে এলেন বিজেপি এর সর্বভারতীয় সম্পাদক অনিল কেএন্টোনি।

বৃহস্পতিবার আগরতলায় এই বিষয়ে একসাংবাদিক সম্মেলন করেন তিনি। সঙ্গে ছিলেন সাংসদ বিপ্লব কুমার দেব ও রাজীব ভট্টাচার্য। সর্বভারতীয় সম্পাদক ওয়াকফ আইনের প্রসঙ্গে জানান, ওয়াকফ আইন ও ওয়াকফ বোর্ড এক নয়। এই আইনের মধ্যে দিয়ে ওয়াকফ সম্পত্তির নিশ্চয়তা হালো।

এই আইনে গরিব অংশের মুসলিমরা এমনকি মহিলারা উপকৃত হবেন। তাতে স্বচ্চতা ও ন্যায় বাড়বে। ধর্মীয় সম্পত্তিতে হস্তক্ষেপ করা হবে না। বিরোধীরা এই বিষয়টিকে নিয়ে অপপ্রচার করছে, মানুষকে বিভ্রান্তকরতে চাইছে বলে অভিযোগ করেন তিনি।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service