2025-02-01
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

ওএনজিসি ত্রিপুরা এসেটের কাজকর্ম খতিয়ে দেখতে পরিদর্শনে গেলেন রাজ্যপাল 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ওএনজিসি ত্রিপুরা এসেটের কাজকর্ম খতিয়ে দেখতে এবং আধিকারিকদের সঙ্গে মতবিনিময় করতে পরিদর্শন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর। মঙ্গলবার রাজ্যপাল সকালে পরিদর্শনে যান বাধারঘাট স্থিত ওএনজিসি ত্রিপুরা এসেটে।

সেখানে রাজ্যপালকে প্রথমে গার্ড অব অনার দেওয়া হয়। স্বাগত জানান ওএনজিসির আধিকারিকরা। কমপ্লেক্স ঘুরে দেখেন রাজ্যপাল। কথা বলেন আধিকারিকদের সঙ্গে এবং বিভিন্ন বিষয়ে অবগত হন তিনি।

 

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service