2024-12-22
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক রাজ্য

 “এ তো ট্রেলার হে পিকচার আভি বাকি হে”,  রাজ্য থেকে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে কংগ্রেস সিপিআইএম : মুখ্যমন্ত্রী 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহার হাত ধরে বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন কংগ্রেস নেতৃত্ব তথা প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়া। তাকে পতাকা হাতে তুলে দিয়ে দলে স্বাগত জানান মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা এবং বিজেপি প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য প্রমুখরা। বৃহস্পতিবার ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রের ৩৯ নং বুথ স্থিত কুলু বাড়ি বিদ্যালয় ময়দানে প্রকাশ্য যোগদান সভায় এদিন যোগ দিলেন তিনি। এই সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা । তিনি তার বক্তব্যে বলেন ২০২৩ বিধানসভা নির্বাচনে কৈলাশহর এবং বক্সনগর থেকে বিজেপি চেয়েছিল দুজন সংখ্যালঘু প্রতিনিধি পবিত্র বিধানসভায় পাঠাতে কিন্তু সেটা সফল হয়নি। তাই তিনি বক্সনগর বাসীকে আহ্বান রাখেন এই উপনির্বাচনে তোফাজ্জল হোসেনকে জয়ী করে সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে যেন পবিত্র বিধানসভায় পাঠান। মুখ্যমন্ত্রী হিন্দি ছবির সংলাপের সুরে বলেন এ তো ট্রেলার হে পিকচার আভি বাকি হে। তিনি বলেন আস্তে আস্তে ক্ষয়িষ্ণু দলে পরিণত হবে কংগ্রেস দল।পাশাপাশি তিনি সিপিএম প্রসঙ্গে বলেন সিপিএম হচ্ছে সেরকম দল যারা রাজ্যে সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিল নারীদের আভ্রু নিয়ে খেলা করেছিল। অনেক মানুষকে খুন করেছে সিপিএম। এছাড়াও এদিন তিনি রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়নমূলক দিকগুলি তুলে ধরেন। প্রধানমন্ত্রীর ঐতিহাসিক সিদ্ধান্তগুলি জন সম্মুখে তুলে ধরে তিনি বলেন উত্তর- পূর্বাঞ্চলকে ঢেলে সাজানোর যে প্রয়াস প্রধানমন্ত্রী নিয়েছেন সেটা আজ উত্তর পূর্বাঞ্চলবাসী দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী উত্তর পূর্বাঞ্চলকে বিশেষ মর্যাদা দিচ্ছেন। এছাড়াও দিন যোগদান সভায় আলোচনা করতে গিয়ে বিরোধীদের সমালোচনায় মুখর হন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। তিনি সিপিএম দলের সমালোচনা করতে গিয়ে বলেন বর্তমান রাজ্যের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি পেয়েছে। রাজ্যের সকল অংশের মানুষের সহায়তা করছে রাজ্য সরকার যেখানে বাম রাজত্বে ক্যাডারদের ঘরে যেতো সব সুযোগ সুবিধা সাধারণ পঞ্চায়েত থেকে সাধারণ কোন সুবিধা পেতে গেলেও মিছিলের লাইনে হাঁটতে হতো। অপর দিকে বিজেপিতে যোগ দিয়েই নিজের বক্তব্যে কংগ্রেস দলের বিরুদ্ধে বিষ উগরে দিলেন প্রাক্তন মন্ত্রী বিল্লাল মিয়াঁ। তিনি অভিযোগ করেন মুসলিম সম্প্রদায়কে ভুলে গেছে কংগ্রেস দল। বর্তমানে যারা কংগ্রেস করছে তারা 93 তে সিপিএমকে সরকারে আসতে সাহায্য করেছে, আর নিজেরা মন্ত্রীদের মতো সমান সুবিধা ভোগ করেছে। তিনি এদিন বলেন বিগত ২৫ বছর সোনামুড়াতে সিপিএমের সন্ত্রাসে যে সকল কংগ্রেস কর্মীরা খুন হয়েছেন তিনি তাদের সমাধিস্ত করেছেন। কিন্তু বর্তমানে সেই সিপিএমের সঙ্গেই জোট বেঁধেছে কংগ্রেস। তিনি সেটা মানতে পারেননি। তাই তিনি 44 বছর যাবত করা কংগ্রেস দলের সমস্ত পদ থেকে পদত্যাগ দিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সভায় প্রার্থী তোফাজ্জল হোসেন বক্সনগর বাসির উন্নয়নে কাজ করার সুযোগ টুকু করে দেওয়ার আহ্বান রাখেন ভোটারদের নিকট।এ দিনের সভায় ১৭৬২ পরিবারের ৭০৪৮জন ভোটার বিজেপিতে শামিল হয়েছে বলে ঘোষণা দেয় দল। এই সভায় এদিন অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, মন্ত্রী টিংকু রায়, মন্ত্রী বিকাশ দেববর্মা, আগরতলা পুর নিগমের মেয়র দিপক মজুমদার, প্রমুখ।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service