2024-12-23
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

এসোসিয়েশনের কয়েক লাখ টাকার হিসাবে গরমিল, কাজিয়া শুরু দুই গোষ্ঠীর মধ্যে, নিয়ন্ত্রনে আনে পুলিশ 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- দুই গোষ্ঠীতে বিভক্ত ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। বৃহস্পতিবার পুরনো ও নতুন কমিটির মধ্যে ঝামেলা সামলাতে ছুটে যেতে হয় পুলিশকে। একে অপরের বিরুদ্ধে আর্থিক লেনদেন নিয়ে অভিযোগ-পাল্টা অভিযোগ আনেন। কাজিয়া শুরু হয়েছে এবার ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের মধ্যে শুরু। বর্তমানে রাজ্যে দুই সংগঠন। একটি হল পুরনো সংগঠন ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন।

এই সংগঠন বহু পুরনো। আর আরেকটি হল অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন। এই সংগঠন প্রায় এক দেড় বছর আগে গড়ে উঠেছে। ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্তমান নেতৃত্বের অভিযোগ পূর্বতন নেতৃত্ব নতুন পদাধিকারিদের কোন রকম দায়িত্ব বুঝিয়ে না দিয়ে তারা সংগঠন ছেড়ে চলে এসেছে এবং অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশন নামে নতুন সংগঠন তৈরি করেছে। ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের এক নেতৃত্ব অভিযোগ করেন তাদের সংগঠনের পূর্বতন সম্পাদক, সভাপতি ও কোষাধ্যক্ষ নতুন কমিটিকে কোন হিসাব বুঝিয়ে না দিয়ে নতুন সংগঠন তৈরি করেছে।

অভিযোগ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের কয়েক লাখ টাকার হিসাব নতুন কমিটি পাচ্ছে না । এদিন তারা বিক্ষোভ দেখান পুরনো নেতৃত্বদের নিয়ে তৈরি নতুন সংগঠনের অফিসে এসে। এদিকে অল ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের নেতৃত্বের দাবি তারা সবকিছু সমঝে দিয়েছেন আগেই। আগের সংগঠনের সঙ্গে লোকজন নেই। তাই তারা এমন করছেন। পাল্টা অভিযোগ ত্রিপুরা কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের বর্তমান কমিটির নেতৃত্ব মিথ্যা অভিযোগ করছে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যায় পুলিস। পুলিশের হস্তক্ষেপের পরিস্থিতি স্বাভাবিক হয়।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service