জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- সাদামাটা উদ্বোধনী অনুষ্ঠানের সঙ্গে মুলতানের গ্যলারীও সম্পূর্ণ ফাঁকা। আর তাতেই নেটিজেনদের ট্রোলের বন্যা সোশ্যাল মিডিয়া জুড়ে।
যেকোনও আন্তর্জাতকিক প্রতিযোগিতার উদ্বোধনী ম্যাচ ঘিরে সকলেরই উন্মাদনা তুঙ্গে থাকে।নেটিজেনরা যে এমন সুযোগকে একেবারেই হাতচাড়া করকবেন তা বলাই বাহুল্য। এসিয়া কাপের মতো প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কোনওরকম জাঁকজমকই চোখে পড়ল না এদিন। নেপালের সঙ্গীকত শিল্পির গান দিয়েই শুরু হয়েছে এবারের এশিয়া কাপ। এরপরই ছিলেন এসিয়া কাপের মঞ্চে উঠেছিলেন পাকিস্তানেরক গায়িকা আইমা বেগ। কিন্তু এশিয়া কাপের উদ্বোধনী অনুষ্ঠান একেবারেই নজর কাড়তে পারেনি। অত্যন্ত সাদামাঠা অনুষ্ঠান দিয়েই আরম্ভ হয়েছে এবারের এশিয়া কাপ। আর সেই অনুষ্ঠান দেখার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু নানান ট্রোল।
Leave feedback about this