জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- রাস্তা সংস্কারের দাবিতে অবরোধে বসেছে গ্রামবাসী। গত কয়েক দিনের প্রবল বর্ষণে গন্ডাচড়া মহকুমার দুর্গাপুর এলাকার ছয়টি পাড়ার মানুষ চলাচল করতে ভীষণ অসুবিধার সম্মুখীন হচ্ছে। রেশন সামগ্রী সহ অন্যান্য মালপত্র নিয়েও ছোট যানবাহন চলাচল করতে পারছে না এই সমস্ত রাস্তায়। এলাকাবাসীর দাবি অবিলম্বে সংস্কার করা হোক গ্রামীন এলাকার রাস্তাঘাট গুলি। যতক্ষণ না পর্যন্ত প্রশাসনের তরফ থেকে আশ্বাস দেওয়া হবে রাস্তা নির্মাণ করার। ততক্ষণ পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। প্রসঙ্গত যে গ্রামে অবরোধে বসেছে গ্রামবাসী ওই এলাকায় নাকি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ রেবতী ত্রিপুরার পৈত্রিক বাসভবন। দীর্ঘদিন যাবত রাস্তাটির বেহাল অবস্থা সাধারণ গরিব জুমিয়ারা তাদের উৎপাদিত ফসলও বাজারজাত করতে পারছে না। বর্তমানে তাদের দাবি অবিলম্বে সরকার রাস্তাটি সারাই করার উদ্যোগ গ্রহণ করুক।
রাজ্য
এলাকায় এমপি সংস্কার নেই রাস্তার অবরোধে গ্রামবাসী
- by janatar kalam
- 2023-08-10
- 0 Comments
- Less than a minute
- 1 year ago
Leave feedback about this