2025-02-27
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজ্য

এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ অভিযান চালিয়ে এক যুবতীসহ তিন নেশা সেবনকারী আটক 

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- নেশায় ভাসছে গোটা রাজ্য। সরকার নেশার কারবার বন্ধ করতে তৎপর হলেও, প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়েই রাজ্যের সর্বত্র নেশার রমরমা বাণিজ্য অব্যাহত রেখেছে নেশা কারবারিরা। আর এই নেশায় আসক্ত হয়ে এখন ধ্বংসের মুখে যেন যুবসমাজ। নাবালক থেকে শুরু করে স্কুল কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীদের মধ্যেও উদ্বেগ জনক ভাবে বাড়ছে বিষাক্ত নেশা গ্রহণের প্রবণতা।যা নিয়ে উদ্বিগ্ন অভিভাবক মহল থেকে শুরু করে সচেতন নাগরিকরা। তবে সবচেয়ে বেশি উদ্বেগের বিষয় হলো যে কলেজ স্কুল পড়ুয়া ছাত্রীরা পর্যন্ত নেশায় আসক্ত হয়ে পড়ছে। শনিবার এমনটাই দেখা গেল রাজধানী আগরতলা শহরের প্রাণকেন্দ্রে। স্থানীয় সচেতন যুবকদের অভিযোগ মূলে এদিন আগরতলা লক্ষীনারায়ণ বাড়ি মন্দির সংলগ্ন এলাকার একটি বাড়িতে স্থানীয়দের সহযোগিতায় পূর্ব থানার পুলিশ অভিযান চালিয়ে এক যুবতীসহ তিন কলেজ পড়ুয়া নেশা সেবনকারী ছাত্রকে আটক করতে সক্ষম হয়। অভিযোগ ধৃতরা ড্রাগস হিরোইনের মত নেশা সেবন করার পাশাপাশি বাণিজ্যের সাথেও যুক্ত। রাজ্য সরকারের পূর্ত দপ্তরে কর্মরত জনৈক কর্মচারীর বাড়িতে এদিন অভিযান চালায় পুলিশ। অভিযান কালে পুলিশ বাড়ির মালিকের যুবতী কন্যাকেও নেশা সেবনের জন্য আটক করে। একই সাথে বাড়ির একটি ভাড়াটিয়া ঘর থেকে পুলিশ আটক করে কলেজ পড়ুয়া আরও তিন ছাত্রকে। পরে পুলিশ ধৃতদের থানায় নিয়ে যায়। স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন ধরেই ধৃতরা এলাকায় নেশার রমরমা কারবার চালিয়ে আসছে। আর এতে করে বিনষ্ট হচ্ছে এলাকার পরিবেশ। তাই ধৃতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এদিকে রাজধানীর প্রাণকেন্দ্র থেকে নেশা সেবন ও বাণিজ্যের সাথে যুক্ত থাকার অভিযোগে যুবতীসহ তিন কলেজ পড়ুয়া ছাত্রকে পুলিশ আটক করার ঘটনাকে ঘিরে গোটা এলাকায় চাঞ্চল দেখা দেয়।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service