2024-12-27
Ramnagar, Agartala,Tripura
রাজ্য

এবারো মিলিঝুলি ভাবে গঠিত হল হাইকোর্ট বার

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- এবারো মিলিঝুলি ভাবে গঠিত হল হাইকোর্ট বার। বারের ১১ পদের মধ্যে সভাপতি সহ ৬ আসনে জয়ী আইনজীবী উন্নয়ন মঞ্চ। আর সম্পাদক সহ ৫ আসনে জয়ী সংবিধান বাঁচাও মঞ্চ। এদিন ভোট গ্রহণ শেষে হয় ভোট গণনা। নির্বাচনে আইনজীবী উন্নয়ন মঞ্চ ও সংবিধান বাঁচাও মঞ্চের মধ্যে লড়াই হয়েছে হাড্ডাহাড্ডি।

ত্রিপুরা হাইকোর্ট বার এসোসিয়েশনের সভাপতি পদে আইনজীবী উন্নয়ন মঞ্চের প্রার্থী বিভল নন্দী মজুমদার মাত্র ৫ ভোটের ব্যবধানে পরাজিত করেন সংবিধান বাঁচাও মঞ্চের প্রার্থী পীযুষ কান্তি বিশ্বাসকে। এছাড়াও আইনজীবী উন্নয়ন মঞ্চের জয়ী হয়েছেন সহসম্পাদক পদে অস্মিতা বনিক, কার্যকরী সদস্য পদে আইনজীবী অঙ্কন তিলক পাল, অনুজিত দে, দিব্যেন্দু সরকার, ও সিমিতা চক্রবর্তী।

অপরদিকে সংবিধান বাঁচাও মঞ্চের জয়ী হয়েছেন সহসভাপতি পদে প্রবাল কুমার ঘোষ, সম্পাদক পদে সুব্রত সরকার, কোষাধ্যক্ষ পদে সৌগত দত্ত, কার্যকরী সদস্য পদে সৈকত সাহা ও সাগর বনিক। ভোট গণনার পর রিটার্নিং অফিসার নেপাল মজুমদার জয়ী প্রার্থীদের নাম ঘোষণা করেন।শনিবারই হয় হাই কোর্ট বারের ভোট গ্রহণ। ৪ টি বুথে ভোট নেওয়া হয়। দুই শতাধিক ভোটার ভোট দেন। এদিনই বিকেলেই হয় ভোট গণনা। দুই মঞ্চ ছাড়াও নির্দল পাঁচজন সহ ২৭ জন প্রার্থী লড়াইয়ে ছিলেন।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service