জনতার কলম ওয়েবডেস্ক :- দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসের দিন লালকেল্লায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীর সামনে আত্মবিশ্বাসের সঙ্গে বলেছিলেন যে আগামী বছর ফের তিনি সেখান থেকেই জাতির উদ্দেশে ভাষণ দেবেন। উনার আত্মবিশ্ব ২০২৪ সালে অনুষ্ঠিত হতে চলা লোকসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি তথা এনডিএ। তাঁর এই ‘আত্মবিশ্বাস’ কতটা ‘বাস্তব সম্মত’? তা নিয়ে তুলে ধরা হলো বেসরকারি একটি প্রতিষ্ঠানে সমীক্ষা, সেই সমীক্ষা অনুযায়ী, যদি এখনই লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে ২০১৯ সালের থেকে অনেকটাই কম আসন পাবে এনডিএ। তবে তাতেও ক্ষমতা ধরে রাখবে গেরুয়া শিবির। জানা গিয়েছে ২০১৯ সালে এনডিএ ৩৫৩টি আসনে জয়লাভ করেছিল। তবে এবারের সমীক্ষা অনুযায়ী, এখনই যদি লোকসভা নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলে এনডিএ-র ঝুলিতে আসতে পারে ২৯৬ থেকে ৩২৬টি আসন। যা সংখ্যাগরিষ্ঠতার রেখার অনেকটাই ওপরে। তাই অনায়াসে সরকার গড়তে সক্ষম হবে বিজেপি। সমীক্ষা অনুযায়ী, বিজেপি এবারও একাই ম্যাজিক ফিগার পার করে যেতে সক্ষম হবে। বলা যেতে পারে ভারতে এই প্রথম কোনও প্রধানমন্ত্রী টানা তৃতীয়বারের জন্য কেন্দ্রের গদিতে বসবেন। অন্যদিকে বিরোধী দলগুলির ইন্ডিয়া জোট সেই সমীক্ষা অনুযায়ী দেখা যাচ্ছে বিরোধীদের পকেটে যাবে মাত্র ১৬০ থেকে ১৯০টি আসন। এক্ষেত্রে এই সমস্যা অনুযায়ী দেখা যাচ্ছে, একজোট হয়েও বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে অক্ষম হবে ইন্ডিয়া জোট।
Leave feedback about this