2025-01-11
Ramnagar, Agartala,Tripura
অপরাধ রাজনৈতিক রাজ্য

এক পরিবারের তিনজনের মৃত্যুর তদন্ত চাইছে বিরোধী দলনেতা

একই পরিবারের তিন ব্যক্তির মৃত্যুর সঠিক তদন্ত চেয়েছে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা । শ্রী দেববর্মা কি কারণে তিন তিনটি প্রাণ অকালেই ঝরে গেল তার কারণ জানতে চেয়েছে । মৃত্যু রহস্য উদঘাটনে বদ্ধপরিকর বিরোধী দলনেতা ।

 

প্রসঙ্গত মেলাঘরের ঠাকুর পাড়া এলাকায় এক পরিবার মা বাবা ও মেয়ের মৃত্যুর ঘটনা সরজমিনে তদন্ত করতে শনিবার পরিদর্শনে যান বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা । সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা বলেন , এইভাবে একই পরিবারের তিন তিনটি মানুষের মৃত্যুর ঘটনা ঘটতে পারে না ।

 

এ মৃত্যুর পিছনে কোনও না কোন রহস্য লুকিয়ে রয়েছে । সঠিক তদন্ত করলে মৃত্যুর রহস্য উদঘাটন না হওয়ার কোনো কারণ নেই । বিরোধী দলনেতা এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে ঘটনার সঠিক তদন্তের দাবি জানিয়েছেন ।

 

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service