2025-01-10
Ramnagar, Agartala,Tripura
রাজ্য স্বাস্থ্য

একজন নার্স অর্জন করেছেন ডক্টরেট উপাধি

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- ডক্টরেট উপাধি লাভ করেছে আগরতলার এক সিনিয়র নার্স । শুধু ডক্টরেট উপাধি নয় সে বিভিন্ন বিষয়ের উপর ফেলোশিপও করেছে । অটিজম অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট এর উপর পিএইচডি ডিগ্রী লাভ করেছে আগরতলার মেয়ে শিপ্রা সেন । বিজ্ঞান বিভাগে স্নাতক করেছিল শিপ্রা সেন । রাজ্যের বিশিষ্ট আইনজীবী দেবাশীষ দত্তের সহধর্মিনী হয়েছে শিপ্রা সেন । শিপ্রা সেন এমনিতেই একজন জনপ্রিয় ইউটিউবার, ভালো বক্তা ও সৃজনশীল লেখিকা । ইতিমধ্যেই দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে শিপ্রা সেনের বহু লেখালেখি প্রকাশিত হয়েছে । প্রসঙ্গত শিপ্রা সেন চন্ডিগড়ে তার গবেষণা কার্য সম্পাদন করেছেন । বৃহস্পতিবার থেকে শিপ্রা সেন ডঃ শিপ্রা সেন নামে পরিচিতি লাভ করেছে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service