2025-10-02
Ramnagar, Agartala,Tripura
দেশ রাজনৈতিক

উৎসবের মরশুমে দেশীয় পণ্য ব্যবহার করে স্থানীয় উদ্যোক্তাদের স্বপ্নকে ডানা দিন: প্রধানমন্ত্রী

জনতার কলম ওয়েবডেস্ক :- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ আকাশবাণীতে সম্প্রচারিত তাঁর ‘মন কি বাত’ অনুষ্ঠানে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন, আসন্ন উৎসবের মরশুমে সবাই যেন দেশীয় (স্বদেশি) পণ্য ব্যবহার করে এবং ‘ভোকাল ফর লোকাল’কে জীবনের মূলমন্ত্র করে তোলে।

তিনি বলেন, সামনে একের পর এক উৎসব আসছে, সেই সঙ্গে চলছে জিএসটি বচত উৎসবও। এই সময়ে সবাইকে প্রতিজ্ঞা নিতে হবে যেন তারা ভারতীয় কারিগর ও উদ্যোক্তাদের তৈরি পণ্যই কেনেন। এর মাধ্যমে যেমন কোনো পরিবারের মধ্যে নতুন আশার সঞ্চার হবে, তেমনি এক তরুণ উদ্যোক্তার স্বপ্নও উড়ান পাবে।

মোদী উৎসবের সময়ে শুধু ঘরবাড়ি নয়, আশপাশের রাস্তা, পাড়া, বাজার ও গ্রামাঞ্চলেও পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর জোর দেন। তিনি বলেন, নবরাত্রির সময়ে দেশ শক্তির আরাধনা করে, আর দেশের কন্যারা আজ ব্যবসা, ক্রীড়া, শিক্ষা ও বিজ্ঞানের প্রতিটি ক্ষেত্রে সাফল্যের দৃষ্টান্ত স্থাপন করছে।

প্রধানমন্ত্রী বিশেষভাবে উল্লেখ করেন ভারতীয় নৌবাহিনীর দুই সাহসী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার দিলনা ও রূপার কীর্তির কথা। তাঁরা পালতোলা নৌকায় সমুদ্রপথে বিশ্বের সবচেয়ে দুর্গম স্থান ‘পয়েন্ট নিমো’-তে পৌঁছে ইতিহাস গড়েছেন। তাঁরা প্রথম ভারতীয়, প্রথম এশীয় এবং প্রথম মানুষ যাঁরা পালতোলা নৌকায় এই স্থানে পৌঁছান। মোদী বলেন, তাঁদের সাহস ও সাফল্য দেশের যুবসমাজ, বিশেষত মেয়েদের অনুপ্রাণিত করবে।

মোদী জানান, ছট্‌ পুজো এখন এক বৈশ্বিক উৎসবে রূপ নিচ্ছে। সরকার এই মহোৎসবকে ইউনেস্কোর অমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য কাজ করছে। তিনি বলেন, এতে ছট্‌ পুজোর ঐতিহ্য ও আধ্যাত্মিকতা সারা বিশ্বের মানুষ অনুভব করতে পারবে।

এই বিশেষ পর্বে তিনি স্বাধীনতা সংগ্রামী ভগত সিং এবং সুরসম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের জন্মজয়ন্তীতেও শ্রদ্ধা নিবেদন করেন। ভগত সিংকে তিনি ভারতের যুবসমাজের জন্য এক অনন্ত প্রেরণার উৎস বলে উল্লেখ করেন। লতা মঙ্গেশকরের দেশাত্মবোধক গানের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, তাঁর গান কোটি কোটি মানুষের হৃদয় ছুঁয়েছে।

গান্ধী জয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী সবাইকে খাদি কেনার আহ্বান জানান এবং সোশ্যাল মিডিয়ায় #VocalForLocal হ্যাশট্যাগ ব্যবহার করে তা শেয়ার করার অনুরোধ করেন। তিনি বলেন, গত ১১ বছরে খাদির জনপ্রিয়তা ও বিক্রি দুটোই অনেক বেড়েছে।

দেশীয় হস্তশিল্প ও হ্যান্ডলুম শিল্পের নবজাগরণের কথাও তিনি উল্লেখ করেন। তামিলনাড়ুর ‘ইয়াজ ন্যাচারালস’ ও ঝাড়খণ্ডের ‘জোহারগ্রাম’ ব্র্যান্ডের মতো উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ঐতিহ্য ও উদ্ভাবনের মেলবন্ধনে অসাধারণ সাফল্য সম্ভব। বিহারের মধুবনীর সুইটি কুমারীর উদ্যোগে যেমন মিথিলা চিত্রকলাকে ৫০০-র বেশি গ্রামীণ মহিলার জীবিকার উৎসে পরিণত করা হয়েছে, তা সবার জন্য অনুপ্রেরণাদায়ক।

মোদী আসন্ন বিজয়া দশমীর প্রসঙ্গও তোলেন। এ বছর এই দিনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রতিষ্ঠার ১০০ বছর পূর্ণ হচ্ছে। তিনি বলেন, ড. কেশব বলিরাম হেডগেওয়ার এই দিনে ১৯২৫ সালে সংঘের প্রতিষ্ঠা করেন। গত শতাব্দী ধরে আরএসএস নিরলসভাবে জাতির সেবায় নিয়োজিত রয়েছে।

শেষে প্রধানমন্ত্রী মহর্ষি বাল্মীকি জয়ন্তী, দীপাবলি ও আসন্ন উৎসবগুলির জন্য দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে বলেন, “আত্মনির্ভর ভারতের পথ কেবল স্বদেশি কেনাকাটার মাধ্যমেই সুগম হতে পারে।”

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service