2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

উপ নির্বাচনে সিপিআইএমের প্রার্থী তালিকা ঘোষণা

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- উপনির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে বামফ্রন্ট। রবিবার সিপিআইএম সদর দপ্তরে আয়োজিত সাংবাদিক বৈঠকে বামফ্রন্টের আহ্বায়ক নারায়ন কর দুই কেন্দ্রের প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ২০ বক্সনগর বিধানসভা কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থী হচ্ছে প্রয়াত বিধায়ক শামসুল হকের তৃতীয় সন্তান মিজান হোসেন। মিজান হোসেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সদস্য। ২৩ ধনপুর বিধানসভা কেন্দ্রে প্রতিদ্বন্দিতা করবে পূর্বতন সিপিআইএম প্রার্থী কৌশিক চন্দ। কৌশিক চন্দ গত বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজেপি প্রার্থী প্রতিমা ভৌমিকের কাছে হেরেছিল। বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ কর এদিন প্রার্থী পদ ঘোষণা করে বলেন এই দুইটি কেন্দ্র বরাবরই বামফ্রন্টের শক্ত খাটি বলে পরিচিত। এই কেন্দ্রগুলি থেকে অনায়াসেই বামফ্রন্ট প্রার্থীরা জয়ী হয়ে বিধানসভায় আসবে। কেননা বিজেপিকে উৎখাত করতে বিরোধী ভোট ভাগ না হওয়ার লক্ষ্যে কংগ্রেস, তিপরা মথা দলের সাথে রবিবার কয়েক ঘন্টা বৈঠক হয়েছে। প্রত্যেকেই সহমত পোষণ করেছেন বিরোধী ভোট না ভাগ হওয়ার বিষয়ে।

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service