জনতার কলম ওয়েবডেস্ক :- লেবাননের জনদুর্ভোগ মোকাবেলা বাহিনী জানিয়েছে, সোমবার লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুইজন নিহত ও আরও তিনজন আহত হয়েছেন।আহতদের মধ্যে একজন অল্প বয়সী শিশু রয়েছে বলে বাহিনীটির এক কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন।
ইসরায়েল নিয়ন্ত্রিত গোলান মালভূমিতে গত শনিবার রকেট হামলার ঘটনায় ১২ জন নিহত হওয়া নিয়ে চলমান উত্তেজনার মধ্যে এ ড্রোন হামলা হলো। শনিবার মাজদাল শামস এলাকায় একটি ফুটবল মাঠে ওই রকেট হামলা হয়।
ওই হামলার জন্য লেবাননের হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। তবে ইরান–সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ এ অভিযোগ অস্বীকার করেছে। এমন অবস্থায় উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। আন্তর্জাতিক সম্প্রদায় দুই পক্ষকে সংযত থাকার জন্য আহ্বান জানিয়েছে।
ওই হামলার জবাবে ইসরায়েল কী ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছে তাৎক্ষণিকভাবে তার কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। দেশটির সর্বাধিক প্রচারিত দৈনিক ‘ইয়েদিওথ আহরোনোথ’ অনামা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, ইসরায়েলের জবাব ‘সীমিত কিন্তু তাৎপর্যপূর্ণ’ হবে।
প্রতিবেদনটিতে বলা হয়েছে, হিজবুল্লাহর অস্ত্রাগারগুলো বা উচ্চ পর্যায়ের কমান্ডারদের লক্ষ্য করে হামলা চালানো হতে পারে।
Leave feedback about this