2024-12-22
Ramnagar, Agartala,Tripura
রাজনৈতিক রাজ্য

ইলেক্টোরাল বন্ডের ৪৮ শতাংশ টাকা বিজেপির ফান্ডে গেছে : যুব কংগ্রেস

জনতার কলম ত্রিপুরা আগরতলা প্রতিনিধি :- বিভিন্ন কোম্পানির বিরুদ্ধে ইডি-সিবিআই লাগিয়ে চাপ সৃষ্টি করে ভারতীয় জনতা পার্টি ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে অর্থ আদায় করেছে। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ করেন প্রদেশ যুব কংগ্রেস সভাপতি নীল কমল সাহা। তিনি তথ্য দিয়ে অভিযোগ করেন যেসব কোম্পানিতে অনিয়মের অভিযোগে ইডি অভিযান চালিয়েছিল সেসব সংস্থা কয়েকদিন পরে ইলেক্টোরাল বন্ডের মাধ্যমে বিজেপি তহবিলে অর্থ দেওয়ার পরেই সব মিটমাট হয়ে যায় বলে অভিযোগ।

তিনি আরও অভিযোগ করেন ভারতীয় জনতা পার্টি হচ্ছে একটা মুখোশ। সকলের সামনে রাম নাম করছে আর পেছনে মানুষকে গলা টিপে পয়সা আদায় করার রেকর্ড পার করে দিয়েছে। ইলেক্টোরাল বন্ডের ৪৮ শতাংশ টাকা বিজেপির ফান্ডে গেছে। যুব কংগ্রেস সভাপতির প্রশ্ন আজ পর্যন্ত কোন গ্যারান্টি ভারতীয় জনতা পার্টি পূরণ করতে পেরেছে? তিনি বলেন, কেন্দ্রের অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের স্বামীর অভিযোগ করেছেন ইলেক্টোরাল বন্ড দুর্নীতি বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতি এবং এর খেসারত বিজেপিকে দিতে হবে।

 

 

    Leave feedback about this

    • Quality
    • Price
    • Service